সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দস্যুতার প্রতিবাদে মানববন্ধন
নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দস্যুতার প্রতিবাদে মানববন্ধন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গং এর বিরুদ্ধে ভূমি দস্যুতা, হিন্দু ও সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল,সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন,বিভিন্ন অপকর্মের অভিযোগে এবং এর প্রতিকারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে।
এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাবু ধীমান কুমার সরকার, সাধারন সম্পাদক অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সাহা, নির্যাতিত সংখ্যালঘু পরিবারের সদস্য স্বপন কুমার সাহা, বদলুল হক প্রমুখ।
এসময় বক্তারা নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গং এর বিরুদ্ধে হিন্দু ও সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল, জমির উপর দিয়ে জোরপূর্বক মৎস্য খামার তৈরী, পানি নিষ্কাশনের সরকারী নদী, খাল ও খাস জমি দখল, খাল দখল করে শত একর জমিতে জলবদ্ধতার সৃষ্টি, নিরীহ পরিবারকে নির্যাতন ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে এবং এসব অপকর্ম বন্ধ ও ভূমি উদ্ধারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ মানববন্ধন শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।