![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে গ্রামীণ নারী দিবসের আলোচনা সভা
চাটমোহরে গ্রামীণ নারী দিবসের আলোচনা সভা
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে “খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচন খাসজমি-জলাশয় গ্রামীণ নারীর অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর ১১টায় হরিপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলে, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরদার আলী হোসেন,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- আলহাজ্ব রওশন আলম, নির্বাহী পরিচালক(এলডিও)- নুরে আলম সিদ্দিকী মন্জু, নারী নেত্রী সানোয়ারা খাতুন, ইসরাইল আলম প্রমূখ।
ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও আয়োজনে আলোচনা সভায় বক্তারা গ্রামীণ নারীদের আরো বেশী করে সচেতন হওয়ার পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষাসহ অন্যান্য বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে বলেন এবং মাদক, সন্ত্রাস থেকে দুরে রাখার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।