মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গড়দিঘি দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের বৃত্তি প্রদান
গড়দিঘি দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের বৃত্তি প্রদান
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার গড়দিঘি ইসলামিয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের দোয়া ও ডাঃ মফিজার রহমান স্মৃতি বৃত্তি প্রদান উপলক্ষে আজ মঙ্গলবার মাদ্রাসা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ।
মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান হেনরী, মাদ্রাসার দাতা সদস্য মো. নুরুল আলম আকন্দ, ডাঃ মফিজার রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নিউ ইয়ক প্রবাসী মোস্তাকুর রহমান রিজভী, সদর উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন প্রমুখ।
এর আগে জেডিসি পরীক্ষার্থীদের প্রত্যেককে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শেষে প্রধান অতিথি ডাঃ মফিজার রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন অস্বচ্ছল ও মেধাবী কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেন।
গাইবান্ধায় উদীচীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাইবান্ধা :: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে ‘অশুভ বিনাশী অভিযাত্রায়, মিলি একসাথে’ স্লে¬াগান নিয়ে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচীর গাইবান্ধার জেষ্ঠ্য সদস্য শাহ মশিউর রহমান ও প্রমতোষ সাহা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষে হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, সহ-সাধারণ সম্পাদক চুনি ইসলাম, শিরিন আকতার প্রমূখ।
সন্ধ্যা সাড়ে ৬টায় উদীচী জেলা সংসদ-সুন্দরগঞ্জ ও দারিয়াপুর শাখার উদ্যোগে শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০১৯-২২ এর অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
সংগঠনের সভাপতি কাজী মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন নবনির্বাচিত দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক।
জেলা প্রশাসক আব্দুল মতিন ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত সকল কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সুষ্ঠভাবে জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সুতরাং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে মটর মালিক সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে নবনির্বাচিত কমিটির সদস্যরা এই জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি সকলে মিলেমিশে জেলা ও দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০ অক্টোবর জেলা মটর মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন আনন্দ, সাধারণ সম্পাদক এসএম নাজিবুর আমিন নান্নু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক নাপু, সাংগঠনিক সম্পাদক মো. খয়বার হোসেন সরকার, সড়ক সম্পাদক মো. কামরুল হাসান, অর্থ সম্পাদক খন্দকার ফজলুল করিম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক মো. আব্দুল লতিফ, সদস্য মোছা. শাহজাদি বেগম ও মো. মশিউর রহমান রওনক।