বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
চাটমোহরে জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মো. নূরুল ইসলাম, পাবনা প্রতিনিধি :: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলার পৌর সদরের লাভলী সিনেমা হলের সামনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসদ সভাপতি মো. আনিছুর জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাসদ সম্পাদক ডিএম আলম।
সভাপতিত্ব করেন মো. আলী আক্কাছ বেগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাটমোহর উপজেলা শাখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল বাসার শেখ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাটমোহর পৌর শাখার, সভাপতি ইফতেখারুল ইসলাম কল্লোল ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাটমোহর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমূখ।
এবারের অঙ্গীকার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজী, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার চাটমোহর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে এক বিটার কর্মসূচি হাতে নিয়েছে। আলোচনা শেষে চাটমোহর পৌরর সদরের প্রধান প্রধান সড়ক মোশাল মিছিলে প্রদক্ষিণ করে।
চাটমোহরের চরসেনগ্রামের মাদক ব্যবসায়ী জিন্নাহ আটক
পাবনা প্রতিনিধি :: গতকাল বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পাবনার চাটমোহর থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত জিন্নাহ (৩৫) উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের আনসার আলী সরদারের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরসেনগ্রামের বওশা ব্রীজ এলাকায় হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল মাদকসেবী জিন্নাহ। প্রায় দুই বছর পূর্বে জিন্নার বড় ভাই আবু জাফর বওশাঘাট এলাকায় হোটেল ব্যবসা শুরু করে। সম্প্রতি একটি মাদক মামলায় আদালত কর্তৃক আবু জাফরের সাজা হলে এলাকা থেকে সটকে পরে সে। এর পর বড় ভাইয়ের হোটেল পরিচালনা শুরু করে জিন্নাহ। গত কয়েকমাস যাবত তার হোটেলে গাজাসহ অন্যান্য মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। হোটেলের অভ্যন্তরের ছোট একটি রুমে চলে মাদকসেবীদের আড্ডা।
থানা সূত্র জানায়, গাজা সেবনের সময় হাতে নাতে পুলিশ তাকে আটক করে। পরে তার হোটেলে অভিযান চালিয়ে বেশকিছু গাজা উদ্ধার করা হয়।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ নভেম্বর শনিবার রাতে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের এ.এস.আই জিনারুল ইসলাম মাদক বিক্রির সময় নিমাইচড়া ইউনিয়নের করকোলা এলাকা থেকে জিন্নার বড় ভাই আবু জাফরকে ১০ পুরিয়া হেরোইনসহ আটক করে। সেসময় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়।