রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » লাগাতার পিয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
লাগাতার পিয়াজের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার হাট-বাজারে নতুন পিয়াজ আসতে শুরু করলেও পিয়াজের মূল্য এখনও কমছে না। এদিকে অতি প্রয়োজনীয় এই সবজি পিয়াজের লাগাতার পিয়াজের মত মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।
রোববার গাইবান্ধার বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, পাতাসহ নতুন পিয়াজের আমদানি শুরু হয়েছে। এখন তা প্রতিকেজি ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশী পুরাতন পিয়াজ এখনও খুচরা ১শ’ ৩০ টাকা এবং আড়তে ১শ’ ২০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
পিয়াজ ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, ভারতসহ বিদেশ থেকে সরকার বিপুল পরিমাণ পিয়াজ আমদানি করার সত্ত্বেও আড়তে পিয়াজের মূল্য কমছে না। ফলে বেশী দামে পিয়াজ কিনে আনতে হচ্ছে বলেই তারা মূল্য কমাতে পারছে না। পিয়াজ ব্যবসায়িরা আরও জানান, আসলে সিন্ডিকেটের মজুদদারির কারণে পিয়াজের এই মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে জাতীয় ৪ নেতাকে নৃসংশভাবে হত্যা করে
গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, ক্ষমতা লিপ্সু জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে ৪২ বছর আগে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে নৃসংশভাবে হত্যা করে। তিনি বলেন, বাংলাদেশের কাংখিত উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আত্মনিয়োগ করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এই কলংকজনক হত্যাকান্ড চালায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা ও যুদ্ধা অপরাধীদের বিচার হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর খুনি ও জেল হত্যাকারিদের বিচার সম্পন্নের মাধ্যমে জাতি কলংকমুক্ত হবে। যেসব হত্যাকারি বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরে নিয়ে এসে বিচারের আওতায় আনা হবে।
তিনি রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ৪ নেতার স্মরণে জেল হত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদের সদস্য মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কলেজ ছাত্র শামীমকে বাঁচাতে এগিয়ে আসুন
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের দিনমজুর জয়নাল মিয়া ও মাজেদা বেগমের পুত্র সাজ্জাদ হোসেন শামীম ২০১৭ সালে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়ার করার সময় ব্রেইন টিউমারে আক্রান্ত হয়। শামীম সদর উপজেলার হাজী ওসমান গণি কলেজের দ্বাদশ শ্রেণিতে পরীক্ষা দেয়ার সময় এই ব্রেইন টিউমার দেখা দেয়। বর্তমানে শামীম ভারতের চেন্নাইয়ের ডাক্তারের কাছে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শে ইতোপূর্বে তার অসহায় পিতা সহায় সম্বল বিক্রি করে ও মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে প্রথমবারের মত ব্রেইন টিউমারের অপারেশন সম্পন্ন করতে সক্ষম হয়। তাকে পূর্ণাঙ্গ সুস্থ করতে দ্বিতীয় দফায় অপারেশ করা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার এই দ্বিতীয় দফা অপারেশন না করলে বড় ধরণের ক্ষতি হবে।
তার অসহায় পিতা জয়নাল মিয়া জানান, ছেলের দ্বিতীয় দফা অপারেশনের জন্য প্রায় ৪ লাখ প্রয়োজন। তার পক্ষে এতো টাকা সংগ্রহ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এই চিকিৎসার অভাবে তার সন্তান পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছে না। তাই তিনি দেশের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- মোছা. মাজেদা বেগম, সঞ্চয়ী হিসাব নং ৮৫৭৩, সোনালী ব্যাংক, পুরাতন বাজার শাখা, গাইবান্ধা। এছাড়া বিকাশ (পার্সোনাল) ০১৭১৭-১৪৯৬১৮ নম্বরে তার সাথে যোগাযোগ করা ও আর্থিক সহায়তা করা যেতে পারে।