রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩ টন রড পুলিশ আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেয়ার অভিযোগ
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩ টন রড পুলিশ আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেয়ার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে তানিমএন্টার প্রাইজে অবৈধ রড আনলোডকালে পুলিশে রড ও ট্রাকের ড্রাইভার,লেবার আটক করার পর রহস্যজনকভাবে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার সময় লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার হায়দার এন্টারপ্রাইজ নামে চালান করা ১৩ টন বিএসআরএম রড ঝালকাঠির মেসার্স তানিম এন্টার প্রাইজে আনলোড করা শুরু করে। এ খবর পেয়ে বিএসআরএম এর ঝালকাঠির ডিলার মেসার্স মারওয়া এন্টার প্রাইজের প্রোপাইটর মো.বাবু ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিলে সাথে সথে ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক মো. সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ টন রড ও ঢাকা মেট্রো ট-১১-২২৮৯ নম্বরের ট্রাক ও ট্রাকের ড্রাইভার লেবারদের আটক করে। তখন মালামাল ক্রয়ের স্বপক্ষে কোন কাগজ পত্র মেসার্স তানিম এন্টার প্রাইজ প্রদর্শণ করতে পারেনি। পরবর্তীতে রহস্যজনকভাবে পুলিশ ও অভিযোগকারী ম্যানেজ করে রড মেসার্স তানিম এন্টার প্রাইজ এ আনলোড করা হয়। ঝালকাঠি সদর থানার এসআই সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগকারী মেসার্স মারওয়া এন্টার প্রাইজ অভিযোগ তুলে নেয়ায় আটককৃত রড ও ড্রাইভারসহ লেবারদের ছেড়ে দেয়া হয়েছে। মেসার্স মারওয়া এন্টার প্রাইজ এর ম্যানেজার শেখর বাবু জানান মেসার্স তানিম এন্টার প্রাইজ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাদেরকে ক্ষমা করা হয়।
অপরদিকে একটি সূত্র জানায়, মেসার্স তানিম এন্টার প্রাইজে বিক্রয়ের ১৩ টন রড পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে সরবরাহ করা হবে। আর এ লক্ষ্যে শেষ পর্যায়ের কাজ চলছে দ্রুত গতিতে।
প্রাথমিকভাবে আগামী ৫ বছরের মধ্যে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিশেষ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৯ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ হাব তৈরি করার পরিকল্পনায় এগিয়ে চলছে পায়রা বিদ্যুৎ হাব। সূত্র মতে, পাওয়ার সিস্টেম ২০১০ এর পরিকল্পনায় রয়েছে ২০৩০ এর মধ্যে দেশের উৎপাদিত মোট বিদ্যুতের ৫০ ভাগ কয়লাভিত্তিক উৎপাদনের। এরই অংশ হিসেবে পরিচ্ছন্ন কয়লা প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব (আল্টা সুপার ক্রিটিকাল টেকনোলজির মাধ্যমে) দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মিত হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালীতে।
কাজে সিমেন্ট ও রডের সাথে চুক্তি স্বাক্ষর হয় বিএসআর এম কোম্পানির থেকে যে,পরিমানের রড দরকার হবে এই কোম্পানি সরবরাহ করবে। সিমেন্ট সুপার ক্রিট একই সিস্টেমে চুক্তি হয়েছে। উক্ত কাজের সাইট ইঞ্জিনিয়র ও ষ্ট্রোরকিপারসহ কতিপয় অসাধু ব্যাক্তিরা শত শত ব্যাগ সিমেন্ট কমদামে বিভিন্ন এজেন্ট বা খুচরা দোকানীদের কাছে বিক্রয় করে। কয়েকদিন আগে সুপার ক্রিট সিমেন্ট ৪শত ব্যাগ ঝালকাঠির একটি দোকানে কম দামে বিক্রয় করে। এখবর ঝালকাঠির এজেন্ট খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ করে এই খবর জানতে পারলে তরিগরি করে রাতে ট্রাক লোড দিয়ে অন্যত্র সরিয়ে ফেলে।
গতকাল বিআর এস এম কোম্পানির ১৩টন রড পায়রা বন্দর থেকে রাত্রে ট্রাকে করে ঝালকাঠিতে নিয়ে কম দামে তানিম এন্টারপ্রাইজে বিক্রয় করে। তার ভুয়া চালান দেখিয়েছে যে,লক্ষ্মীপুর থেকে ক্রয় করেছে। এই রড এজেন্ট ব্যাতিতো কারো কাছে বিক্রয় করিতে পারবেনা। এভাবেই আমাদের সমাজে কোটি কোটি টাকার মালামাল অসাধু কর্মকর্তারা রাতের আধারে বিক্রি করে হাতিয়ে নিচেছ টাকা। অপর দিকে সরকার গুনছে এর মাশুল। ঝালকাঠিতে এই রডের ট্রাকটি আটক করারপর কিছু কথিত সাংবাদিক ও পুলিশ ম্যানেজ করে তানিম এন্টারপ্রাইজ অবৈধ মাল ক্রয়করে বৈধ করছে বলে অভিযোগ রয়েছে।