রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে র্যাব এর অভিযানে কোটি টাকা মূল্যের হিরোইনসহ আটক-২
বান্দরবানে র্যাব এর অভিযানে কোটি টাকা মূল্যের হিরোইনসহ আটক-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান শহরে হিলবার্ড এলাকায় র্যাবের অভিযানে ১ কোটি টাকা মূল্যের হিরোইনসহ দুই যুবককে আটক করেছে র্যাব -৭। আটককৃত ব্যক্তিরা হলেন : মংসাউ মারমা ও পাইনসা চিং মারমা।
র্যাব-৭ সূত্রে জানা যায়, আজ রবিবার ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ক্রেতা সেজে বান্দরবান শহরের হোটেল হিলবার্ড এলাকায় অবস্থান নেয়। এই সময় মংসাউ মারমা ও পাইনসা চিং মারমা হেরোইন বিক্রি করতে আসলে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ১ কেজি ওজনের প্রায় ১ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের দাবি, উদ্ধার করা জিনিসগুলো প্রক্রিয়াজাত করা উন্নত মানের আফিম। রোয়াংছড়ি উপজেলার কচ্ছপ তলি পাড়ার পাড়া প্রধান (কারবারি) উথোয়াই এগুলো বিক্রির জন্য তাদের দিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম র্যাব-৭ এর মেজর শামীম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বান্দরবান শহরের হোটেল হিলবার্ড এলাকার সন্ধ্যায় র্যাবের ১৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করে। তাদের বিরোদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হয়।