সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
হাটহাজারীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় গত শনিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১১-৪২৩৫), লুন্ঠিত ৩.৫ ভরি গলিত স্বর্ণ, ১টি স্যামসাং মোবাইল, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১টি লোহার তৈরি কাটার, ১টি স্টীলের তৈরি কথিত চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি স্টীলের চাপাতি।
গত (৬ অক্টোবর) রাতে হাটহাজারী থানাধীন ২নং ধলই ইউপি ধলই সাকিনের সোনাইরকুল ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে সাহেব মিয়া মেম্বারের বাড়ীস্থ মো. শফিউল আজম (৫০) এর বাড়ীতে, গত (২৪ অক্টোবর) রাত ২.৩০ ঘটিকার সময় হাটহাজারী থানাধীন ১নং ফরহাদাবাদ ইউপি ফরহাদাবাদ সাকিনের বংশাল গুন্নু মিয়া সারাং এর বাড়ী মো. শাহ আলম (৬২) এর বাড়ীতে এবং গত (২৮ অক্টোবর) রাত অনুমান ৩ টার সময় সময় হাটহাজারী থানাধীন ১নং ফরহাদাবাদ ইউপিস্থ মন্দাকিনি সাকিনের হারু চাঁদ মুন্সির বাড়ী লুৎফন নাহার (৩৯) এর বাড়ীতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়।
ডাকাতির ঘটনায় ডাকাতেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। সংগটিত ডাকাতির ঘটনা গুলোর প্রেক্ষিতে হাটহাজারী থানায় ৩টি ডাকাতি মামলা রুজু হয়। ডাকাতি ঘটনা সংগটিত হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুম এর নেতৃত্বে হাটহাজারী থানা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতি ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামী, জাহাঙ্গীর আলম (৪০), মো. শাহাব উদ্দিন (৩০), আলাউদ্দিন (৩৫), মো. মানিক (২৮), টিটু ধর (৪০)কে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলায় একজনের বাড়ি রাঙামাটি জেলায়। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী মো. আলাউদ্দিন প্রঃ আলমগীর ও মো. মানিক ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র সংক্রান্তে আরো অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা নং-০৩, তারিখ-০৩/১১/২০১৯ ইংরেজি রুজু করা হয়েছে। বলে হাটহাজারী থানা সূত্র নিশ্চিত করেন।