সোমবার ● ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » প্রথম দিনে বিশ্বনাথে ১২শত ভোটার হালনাগাদ করা হয়েছে
প্রথম দিনে বিশ্বনাথে ১২শত ভোটার হালনাগাদ করা হয়েছে
ষ্টাফ রিপোর্টার :: দুইদিন ব্যাপী ভোটার হালনাগাদের প্রথম দিনে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪, ৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ভোটার হালনাগাদ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ৫টি ওর্য়াডের ১৮০০ ভোটারের তথ্য সংগ্রহ করেন তথ্যসংগ্রহকারীরা। এরমধ্যে আজ সোমবার ১২০০ জনের ভোটার হালনাগাদ হয়েছে এবং আগামীকাল বাকী ৬০০ ভোটারের হালনাগাদ করা হবে।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক বলেন,আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ১২০০ ভোটারের হালনাগাদ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বাকী ৬০০ ভোটারের হালনাগাদ সম্পন্ন হবে। তিনি সবাইকে নির্দিষ্ট সময়ে কুপনসহ উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
বিশ্বনাথে পলাতক আসামি গ্রেফতার
বিশ্বনাথ :: বিশ্বনাথ থানা পুলিশ অর্থদন্ড ও ছয় মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি তাহির আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বৈরাগীগাঁও গ্রামের চেরাগ আলীর ছেলে। (০৩ নভেম্বর) রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার বৈরাগী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ছয় মাসের সাঁজা ও ২লক্ষ ৬৫ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। যার নং সিআরও ২৮৭/১৭ইং। ওই মামলা আদালত আসামিকে সাঁজা ও অর্থদন্ড প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।
ছয় মাসের সাঁজা ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেপ্তারকৃত আসামি সোমবার আদালতে প্রেরণ করা হবে।
মোটরসাইকেলের ধাক্কায় আ’লীগ নেতা নিহত
বিশ্বনাথ :: সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বনাথের আ.লীগ নেতা রফিক মিয়ার (৫৫) নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও উলুপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার ছেলে। (৪ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কদমতলা নামস্থানে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত রফিক মিয়ার ছেলে নূর মিয়া সাংবাদিকদের বলেন, সোমবার সকালে বাবাকে ওসমানীনগর কদমতলা নামক স্থানে রেখে আসি। এর কিছুক্ষণ পরে খবর পাই বাবাকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বাবাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।