বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কঠিন চীবর দান উৎসবে সারা বিশ্বের জন্য শান্তি ও মঙ্গল কামনা
রাউজানে কঠিন চীবর দান উৎসবে সারা বিশ্বের জন্য শান্তি ও মঙ্গল কামনা
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে ধর্মীয় নানা আনুষ্ঠানিতকা মধ্য দিয়ে শুরু হয়ে মঙ্গলবার রাতে শেষ হয় এই বড় ধর্মীয় অনুষ্ঠানতি। এতে রাঙামাটি চাকমারা চরকায় সুতা কেটে তৈরি করা চীবর পররা কাপড় বৌদ্ধ ভিক্ষুদের দান করেন। পরে সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে চীবর দানের পাশাপাশি অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বান্দরবান পঞঞা পাসসারাম বিহারের প্রতিষ্টাতা সভাপতি ভদন্ত উ পঞঞা জোত মহাথের চীবর দানে আসা হাজার হাজার পুণ্যার্থী নারী পুরুষের উদ্দেশে ধর্মীয় নানা উপদেশ মূলক বাণী দেন।
পরে বিহার মাঠ প্রাঙ্গণে রং বেরং এর কয়েকশত ফানুস উড়ান। চীবর দানের আগের দিন ‘টাটকা চীবর বুনন’ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান রাজ বিহারের উপাধ্যক্ষ উ গুণবদ্ধর্ণা পঞঞা মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন পঞঞা তিলোকা মহাদোয়, ক্ষান্তি পঞঞা, আলোকা পঞঞা, সুমঙ্গল ভিক্ষু, বান্দরবান পার্বত্য উপজেলার এমপি বীরবাহাদুর এর স্ত্রী ও মেয়র এর সহধর্মিণী ইউপি সদস্য আশুতোষ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সমীরণ বড়ুয়া, সমভু মিত্র বড়ুয়া, ডেনি বড়ুয়া, জেকসন বড়ুয়া, নিশান চৌধুরী, প্রশান্ত বড়ুয়া, অভি বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, রসেল বড়ুয়া, বাবুল বড়ুয়া, বাপন বড়ুয়া , ভূপাল বড়ুয়া, জনি বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, টানজেন বড়ুয়া, তাপস বড়ুয়া ও রাজীব বড়য়া প্রমূখ।