শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » অস্ত্র ও ইয়াবাসহ রাউজানে আটক-৫
অস্ত্র ও ইয়াবাসহ রাউজানে আটক-৫
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে দৈশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ ৮-নভেম্বর বিকাল সাড়ে রাউজান থানায় সংবাদ সম্মেলনে জানানো হয় গত বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটের সময় চট্টগ্রাম -কাপ্তাই সড়কের পাশে মিয়া মার্কেট গোল্ডেন পার্কের সামনে থেকে ১শত পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন : রাউজান উপজেলার মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম ওরফে ননাই কোম্পানী (৫০), আবু শাহাদাৎ’র ছেলে আবু তৈয়ব উরফে বড় মনা (২৬), লেদু মিয়ার ছেলে আবু সৈয়দ (২১), মৃত দোস্ত মোহাম্মদের ছেলে জানে আলম বাদল (২৫)।’অপরদিকে আজ শুক্রবার ভোর ৫টা ২৫ মিনিটের সময় নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দিঘীর পাড়স্থ আবুল হাশেম বাড়ির সামনে থেকে একটি কার্তুজও একটি দেশীয় তৈরি অস্ত্রসহ রাউজান উপজেলার খলিলাবাদ গ্রামের বাবু শাহাদাৎ’র ছেলে আব্দুর রাজ্জাক উরফে ছোট মনা (২৪) কে আটক করা হয়।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটিস্থান থেকে অস্ত্র ও ইয়াবাসহ ৫জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক অস্ত্র ও ইয়াবা মামলা রুজু শেষে আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষ দিয়ে মারা হলো পাখি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি হত্যার অভিযোগ উঠেছে উপজেলার গহিরা এলাকার মোবারকখিল গ্রামে মো. মুরাদের বিরুদ্ধে। আজ শুক্রবার ৮ নভেম্বর উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের গহিরা মোবারকখিল গ্রামে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। দেশের পরিবেশের অন্যতম সুন্দর সম্পাদ গুলোকে হত্যার ঘটনায় এলাকাবাসী ওই যুবকদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল-বিকাল নানা প্রজাতির পাখি গুলো এ স্থানে আসলে এলাকার লোকজন তাদের নানা রকম খাবার দেন। তাদের কিচির-মিচিরি শব্দ শোনে এলাকার মানুষ আনন্দ পান। সবাই তাদের নানা রকম কাবার দিয়ে এসব পাখি গুলোকে এলাকার পালিত পাখি হিসবে গড়ে তুলেন। কিন্তু এলাকার কিছূ অবুঝ যুবক বক শিকার করতে গিয়ে তারা ভাতের সাথে বিষ প্রয়োগ করার ফলে এসব পাখি গুলোর মুত্যু হয়। এটা অমানবিক নির্যাতনের শিকার দেশের পরিবেশের অন্যতম সুন্দর প্রাণী গুলো। এটার বিচার হওয়া উচিত, যাতে এসব কাজ আর কোনো যুবক করতে সাহস না করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে যান। তিনি বলেন, আমরা এসে ময়না পাখি, কাক ও শালিক পাখির মৃত অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখি।