শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশের রোকসানার ব্রিটেনে মাস্টার্স ডিগ্রি অর্জন
বাংলাদেশের রোকসানার ব্রিটেনে মাস্টার্স ডিগ্রি অর্জন
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিশ্বনাথের মেয়ে রোকসানা বেগম এর কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। তিনি যক্তরাজ্যের এসেক্স-এ বসবাসরত বিশিষ্ট কমিউনি নেতা, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী ও বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের বাসিন্ধা মদরিছ আলীর ২য় কন্যা।
তারা পাঁচ ভাই ও বোনের মধ্যে সে ৩য়। রোকসানা সম্প্রতি লন্ডন সিটির ইউনিভারসিটি অব ‘ল’ থেকে এই মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মাস্টার্স ডিগ্রি অর্জন রোকসানা বেগম তার এই কৃতিত্বপূর্ণ ফালাফলের জন্য বাবা-মা ও ভা্েই-বোন শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বরণ করছেন।
ভবিষ্যতে তিনি একজন সলিসিটর হতে ইচ্ছুক। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী রোকসানা ইতিপূর্বে দেশের ওয়েস্ট মিনিস্টার ইউনিভারসিটি থেকে বি এ অনার্স ডিগ্রি লাভ করে।
মুসলিম হেল্প ইউকের হুইল চেয়ার পেলেন বিশ্বনাথের ২০ প্রতিবন্ধি
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র ২০ প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনাল চ্যারেটি সংস্থা মুসলিম হেল্প ইউকের উদ্যোগে শুক্রবার বিকেলে হুইল চেয়ার বিতরণ করা হয়ে। উপজেলা আবাসিক এলাকাস্থ হক মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শিশু-নারী-পুরুষ প্রতিবন্ধির মধ্যে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম মতিন।
মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আবদুস ছোবহানের সভাপতিত্বে ও দিশারী সংস্থার রামপাশা ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আবদুল মুক্তাদির ফয়ছলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুজিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশিকুর রহমান সাঈদ ও স্বাগত বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকের বাংলাদেশ প্রতিনিধি আবদুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক এ এম খালিক, জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত উদ্যোগক্তা ইমরান আহমদ বেলাল, ব্যবসায়ী বদরুল আলম, উপজেলা দিশারী প্রতিবন্ধি সংস্থার সভাপতি আবুল লেইছ, সংগঠক ছাদউদ্দিন, নজরুল ইসলাম, ইউনুছ আলী, গিয়াস উদ্দিন সোহাগ, জসিম উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আফজল আহমদ শিশু প্রমুখ।
মেটারনিটি ক্লিনিক প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বিশ্বনাথ ::আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা মুসলিম হেল্প ইউকের সহযোগীতায় সিলেটের বিশ্বনাথে ‘মেটারনিটি ক্লিনিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরস্থ সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চান মুসলিম হেল্প ইউকের (মুসলিম হেল্প ফাউন্ডেশন) চেয়ারম্যান আবদুস ছোবহান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের জানানো হয় মুসলিম হেল্প ইউকের সহযোগিতায় বিশ্বনাথে মেটারনিটি ক্লিনিক (এম এইচ সেন্টার) প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে জন্য ৩০০ ডিসিমেল জায়গা ক্রয় করা হয়েছে। মেটারনিটি ক্লিনিক ছাড়াও সেখানে স্থাপন করা হবে বৃদ্ধ-পঙ্গু মানুষকে সেবা দান কেন্দ্র, এতিমদের থাকা খাওয়া ও শিক্ষার ব্যবস্থা, দক্ষ জনশক্তি গড়ে তুলতে ট্রেনিংয়ের ব্যবস্থা, কোরআন একাডেমির মাধ্যমে আধুনিক ইসলাম শিক্ষা দেয়াসহ পর্যায়ক্রমে একাধিক সেবা প্রদান করার কেন্দ্র। তবে প্রাথমিক অবস্থায় প্রসুতি মায়েদের সেবা প্রদান করার জন্য বিল্ডিং তৈরীর উদ্যোগ গ্রহন করা হয়েছে। আর এজন্য প্রবাসীসহ দেশের বিত্তবানদের ১ হাজার পাউন্ড অথবা ১ লাখ টাকা দিয়ে সংস্থার ফাউন্ডার লাইফ মেম্বার হওয়ার অনুরোধ জানানো হয়।
সংস্থার বাংলাদেশ রিজিয়নের সহ-সভাপতি আবদুছ ছালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য শহিদুর রহমান, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সদস্য মাসুক নাঈম, চ্যারিটি সংস্থার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুছ আলী, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম সফিক প্রমুখ।