শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রবীনদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
প্রবীনদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: প্রবীনদের সুরক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। একই ভাবে আমাদেরও খেয়াল রাখতে হবে যাতে আমাদের সন্তানরা ভাল মানুষ হয় এবং পিতা-মাতার বৃদ্ধবয়সে তাদের সেবা যত্ন করে। বান্দরবানের আলীকদমে প্রবীন সুরক্ষায় সমাজের করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম।
আজ শনিবার সকাল এগারটায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল এর সভাপতিত্বে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘের উদ্দ্যোগে এবং উপজেলা সমাজ সেবা কার্যালয় ও কারিতাস (এস.ডি.ডি.বি) প্রকল্পে তত্ত্বাবধানে এবং এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে দুই জনকে প্রবীন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দুই জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলে আলীকদম সদর ইউনিয়নে জয়নাল আবেদীন এর ছেলে লুৎফর রহমান ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নের থুতুইনি মারমা।
সেমিনারে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহী নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তানভীর হাসান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, আলীকদম প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রফিক আহাম্মদ চৌধুরী, স্থানীয় প্রায় শতাধিক প্রবীন এই সেমিনারে উপস্থিত ছিলেন।