শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে থানচি উপজেলায় পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে থানচি উপজেলায় পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা ও জেলা প্রশাসন। থানচি উপজেলার দুর্গম পর্যটন কেন্দ্র গুলির মধ্যে রাজা পাথর, রেমাক্রী, নাফাকুমসহ এসব ঝুঁকিপূর্ণ পর্যটন কেন্দ্র গুলি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আজ শনিবার ৯ নভেম্বর সকালে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের দুর্গম প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার-শনিবার নিয়মিত বন্ধসহ ঈদে মিলাদুন্নবীর তিনদিনের ছুটিতে থানচি উপজেলার বহুল পরিচিত পর্যটন কেন্দ্র গুলি ভ্রমণের উদ্দেশ্যে অনেক পর্যটকের সমাগম হয়। ঘূর্ণিঝড় বুলবুল ও বৈরী আবহাওয়াতে এসব পর্যটন কেন্দ্রগুলোতে নদীপথে যাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় থাকায় উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
এদিকে বৈরী আবহাওয়া সত্ত্বেও থানচির দুর্গম এই পর্যটনকেন্দ্র গুলিতে বহু পর্যটক রয়েছে বলে জানা গেছে। থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব পর্যটকদের নিরাপদে থানচি সদরে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, সারাদেশের মত ঘূর্ণিঝড় বুলবুল কে কেন্দ্র করে ও বান্দরবানে বৈরী আবহাওয়ার কারণে থানচি উপজেলার নদীপথে দুর্গম পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো থাকলে আবার পর্যটকরা সেখানে ভ্রমণে যেতে পারবে। এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।