শিরোনাম:
●   লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ ●   নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা
রাঙামাটি, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

---ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের করছাখালী গ্রামে সৌদি আরব প্রবাসী আবদুল কাদিরের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ৮ (তাং ৭.১১.১৯ইং)। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ও অপর দুজনের ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার দিবাগত রাতে সংঘঠিত হওয়া ডাকাতির ঘটনার পরদিন বৃহস্পতিবার আমির হামজা (২৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। সে ময়মনসিংহের নান্দাইল থানার আটারোবাড়ী গ্রামের আবদুস সালামের পুত্র। এরপর আমির হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে থানা পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত শামছুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩৩) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বনুয়া গ্রামের আবুল কাশেমের পুত্র আজিম উদ্দিন ওরফে আজিজুল (৩০)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৩ জনকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে আমির হামজা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং নজরুল ইসলাম ও আজিম উদ্দিন উরফে আজিজুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত আনুমানিক ৩টায় করছাখালী গ্রামে সৌদি আবর প্রবাসী আবদুল কাদিরের বাড়িতে ৫/৬ জনের একটি মুখোশধারী ডাকাতদল বসতঘরের কলাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এবং শিশু হাবিবা ফাইজা (১৪)’র গলায় ছুরি ধরে ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, ৫টি মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের কান থেকে স্বর্ণের দোল নিতে গিয়ে মুখোশধারী ডাকাত আমির হামজার মুখের মুখোশ খুলে যায়। ফলে তাকে চিনতে পারেন নাজমা বেগম। পরদিন আমির হামজাকে গ্রেফতার করে পুলিশ। সে দীর্ঘদিন ধরে শ্রীরামসী গ্রামে বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরদিন গ্রেফতারকৃত আমির হামজার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রদাস চক্রবর্তীর নেতৃত্বে এসআই দেবাশীষ শর্ম্মা, মিজানুর রহমান, নুর হোসেন ও এএসআই বিমল চন্দ্র দাশসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও আজিম উদ্দিন উরফে আজিজুলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আমির হামজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ও নজরুল-আজিজুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।

দুরুদ ও সালাম পাঠে মুখরিত বিশ্বনাথ উপজেলা শহর

বিশ্বনাথ :: মহানবীর জন্ম দিবসে আজ রবিবার (১০ নভেম্বর) বিশ্বনাথ উপজেলা শহর ছিল দুরুদ ও সালাম পাঠে মুখরিত। পবিত্র জোহরের নামাজ শেষে মুসল্লীরা দুরুদ ও সালাম পড়ে মোবারক র‌্যালী বের করেন আলীয়া মাদ্রাসা থেকে। এসময় নবীর শানে দুরুদ ও সালাম পড়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন প্রায় হাজারো মুসল্লীরা। নবী করীম (সা.) দুরুদ ও সালাম পাঠে মুখরিত ছিল উপজেলা শহর। সু-শৃঙ্খল র‌্যালী ও মনমুগ্ধকর দুরুদে মানুষ মুগ্ধ।
বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্ম দিবসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে ও আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামীয়া,লতিফিয়া ক্বারী সোসাইটি, লতিফিয়া ইমাম সমিতির ব্যবস্থাপনায় বাদ জোহর মোবারক র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীতে অংশগ্রহনকারী নবী প্রেমিকরা বিশ্বনাথ কামিল মাদ্রাসার হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
উদযাপন কমিটির সভাপতি সূফি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় আলোচনা সভায় বিশিষ্ঠ আলেম-উলামা ও সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।
র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আল-ইসলাহ মহাসচিব মুফতি এ.কে.এম. মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা বজলুল হক, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর, মিলাদুন্নবী উদযাপন কমিটি দৌলতপুর ইউনিয়ন কমিটির সভাপতি হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন সভাপতি আলতাব আলী মেম্বার, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলাদুন্নবী (সা.) কমিটির সদস্য মো. আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. লুৎফুর রহমান, সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আকতার আলী, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, মিয়ারবাজার আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, মিলাদুন্নবী উদযাপন কমিটির উপজেলা শাখার সদস্য শেখ সাহিদুর রহমান, মাহবুবুর রহমান আঙ্গুর, মো. আবুল কাশেম, মিলাদুন্নবী উদযাপন কমিটি লামাকাজি শাখার সভাপতি মাওলানা হরমুজ আলী, দেওকলস সভাপতি মো. আবুল বসর, বিশ্বনাথ পুরানবাজার সভাপতি মো.আবুল কাহের, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
গভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিলাদুন্নবী উপজেলা কমিটির প্রচার সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন। হামদ পরিবেশন করেন উপজেলা তালামীযের সভাপতি আব্দুল মুক্তাদির ফয়ছল।

বিশ্বনাথে ইলাছ মিয়া ‘নিখোঁজ’

বিশ্বনাথ  :: বিশ্বনাথে ইলাছ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি ১মাস ১৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র। তিনি গত ২৭ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ রয়েছেন। এব্যাপারে তার পুত্র রুম্মান আহমদ বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ৯৪৫, তাং- ১৭/১০/২০১৯ইং।
রুম্মান আহমদ জানান, তার পিতা ইলাছ মিয়া একজন মানসিক রোগী। ইতিপূর্বে তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন এবং সপ্তাহ খানেক পর আবারও ফিরে আসতেন। কিন্ত গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টায় বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় ইলাছ মিয়ার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি, তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং ফরসা, মুখমন্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকনে তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন রুম্মান আহমদ। মোবাইল- ০১৭৪৬২৫৯২৩৫।





প্রধান সংবাদ এর আরও খবর

নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ
অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি
ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা
দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ
ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে
ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত
১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা
কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)