মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় রেইন্ট্রি গাছের সাঁরি চিল কাকের অভয়ারণ্য
গাইবান্ধায় রেইন্ট্রি গাছের সাঁরি চিল কাকের অভয়ারণ্য
ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পশ্চিমে কাঠপট্টি এলাকা সংলগ্ন রাস্তা জুড়েই সাঁরিবদ্ধভাবে রয়েছে অনেক পুরোনো বড়ো বড়ো রেইনট্রি গাছ। প্রতিটি গাছের বয়স প্রায় শতবর্ষ ছাড়িয়েছে। এই গাছগুলোর প্রতি গাইবান্ধাবাসীদের রয়েছে অন্যরকম এক ভালবাসা। এগুলো পাখিদের অভয়ারণ্য এবং সংলগ্ন রেল স্টেশনের যানবাহনের স্ট্যান্ডের চত্বরটি খ্যাতি পেয়েছে কাউয়া (কাক) চত্বর হিসেবে।
বড়ো বড়ো ওই গাছগুলোতেই অনেকদিন আগে থেকেই থাকে অনেক চিল আর পাতি কাক। ওখানেই বাসা বাঁধে ওরা। কারণ চিল, কাক, শকুন এ জাতের পাখিরা সাধারণত নিরাপত্তার কারণেই উচুঁ গাছে আশ্রয় নিতেই পছন্দ করে। এছাড়া প্রজনন মৌসুমে এরা বাঁসাও বাঁধে উঁচু কোন গাছে। এখন পুরোনো বড়ো উচুঁ গাছ অনেক কমে গেছে, অবাধ বৃক্ষ নিধনের ফলে। তাই গাইবান্ধা রেল স্টেশন সংলগ্ন গাছপালায় আশ্রয় নেয় ওই চিল কাকের দল।
সকালেই এখানের এই চিল ও কাক খাবারের খোঁজে উড়ে চলে যায় দুর দূরান্তে। ফিরে আসে ঠিক গোধূলী বেলায়। গাছে এসে বসে, আবার ঝাঁক বেঁধে আকাশে ওড়ে, আবার বসে। এ যেন ওদের দলবদ্ধ এক ওড়াওড়ি খেলা। এমনটি চলতেই থেকে সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার ঘনিয়ে আসার আগ অবধি।
গাইবান্ধা রেল স্টেশনের যানবাহনের ষ্ট্যান্ডটি এই গাছগুলোর নিচেই। বিশেষ করে বিকেলে এবং রাতে এখানে আড্ডা জমে নানা শ্রেণি পেশার মানুষের। অলস সময় কাটে তাদের এবং কাক চিলের ডাকাডাকির পাশাপাশি চলে আলাপচারিতা। অনেকের দেখা সাক্ষাতের স্থানও এই চত্বর। যখন মানুষ থাকে না দিনভর কাকেরও আড্ডা বসে এই চত্বরটিতে। তাই কাউয়া চত্বর (কাক) হিসেবেই এই স্থানটি সর্বাদিক পরিচিতি অর্জন করেছে। স্থানীয় লোকজন কাউয়া চত্বর বললেই এই এলাকাকে এক নামেই চেনে। সাঁরিবদ্ধ রেইনট্রি গাছ থাকায় প্রচন্ড গরমের সময়টিতে এখানকার ঠান্ডা নিরিবিলি পরিবেশও অনেকের পছন্দ। এই কাউয়া চত্বর, রেইনট্রি গাছের সারি এবং এখানকার চিল কাকের ভীড় গাইবান্ধা রেল স্টেশন সংলগ্ন এই চত্বর ও কাঠপট্টির এই সড়কটিতে ভিন্নমাত্রা এবং পরিবেশ প্রকৃতির নান্দনিক সৌন্দর্য এনে দিয়েছে।
গাইবান্ধা রেল স্টেশনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সোমবার এক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার উদ্যোগে আগুনের ক্ষয়ক্ষতি রোধে এবং অগ্নি নির্বাপক সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে এই সচেতনতামূলক নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধা শাখার উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম সরকার, গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম, গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রী এবং ফায়ার সার্ভিসের লোকজন, জিআরপি পুলিশ, রেলওয়ে স্টেশন কর্মকর্তা-কর্মচারি সহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা পেট্টোলের আগুন, রান্নার গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, অগ্নিনির্বাপন স্টিংগুইসার ব্যবহার প্রদর্শন করা হয়। এছাড়া হ্যান্ড মাইকে আগুন লাগলে সেক্ষেত্রে দ্রুত কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কোন ধরণের আগুন নেভাতে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তা বিস্তারিত জানানো হয়।
গাইবান্ধায় হজ্ব ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল সম্পর্কে বইয়ের মোড়ক উন্মোচন
গাইবান্ধা :: গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল সম্পর্কে গাইডদের মাঝে বই বিতরণের মোড়ক উন্মোচন উপলক্ষে মঙ্গলবার নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আজমল হক।
অধ্যাপক শাহ মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, অ্যাড. সেকেন্দার আজম আনাম, মাওলানা রুহুল আমিন, আব্দুল মোত্তালিব, মো. রেজাউল করিম, মুফতি যোবায়ের আহমদ, সাদেকুল ইসলাম, অ্যাড. আব্দুল ওয়াদুদ, কাজী রেজাউল হাফিজ, মাজেদুল ইসলাম প্রমুখ।
শেষে আগামী বছরে হজ্বে গমন ইচ্ছুক ও হজ্ব গাইডদের মধ্যে বই বিতরণ করা হয়।
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সড়কের সোনালী ব্যাংক এলাকায় সোমবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় খোকা শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত খোকা শেখ উপজেলা সদরের বুজরুক পাটানোছা গ্রামের মৃত. নিয়ামত উল্যা শেখের ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ধাপেরহাটগামী অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোকা শেখ মারা যায়।