মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধমার্বলম্বীদের কঠিন চীবর দানোৎসব
বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধমার্বলম্বীদের কঠিন চীবর দানোৎসব
বান্দরবান প্রতিনিধি :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধমার্বলম্বীদের মহাপি- দান অনুষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী দানোৎসব এ মহাপি- দানের মধ্য দিয়ে আজ শেষ হলো কঠিন চীবন দানোৎসব।
আজ মঙ্গলবার ১২ নভেম্বর সকালে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং ( রাজবিহার ) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পি- দান গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পি- দান করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু , সিভিল সার্জন ডা: অশৈংপ্রুসহ বৌদ্ধ সম্প্রদায়ের শতশত নারী-পুরুষেরা।
এসময় পুণ্যলাভের জন্য নর-নারীরা সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের নিকট পি-(নগদ অর্থ, চাউল, মৌমবাতি, বিভিন্ন কাঁচা ফল, পূজা সামগ্রী) দান করেন ভক্তরা।
এই পি- দান অনুষ্ঠান দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীরা ভিড় জমায় বান্দরবান শহরে।
উল্লেখ্য, গৌতম বৌদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াইং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারবাহিকতায় বৌদ্ধ ধর্মলম্বীরা যুগযুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।