বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে প্রতি কেজি পেয়াজ ২০০ টাকা
রাঙামাটিতে প্রতি কেজি পেয়াজ ২০০ টাকা
ষ্টাফ রিপোটার :: রাঙামাটি পার্বত্য জেলায় প্রতি দিন বাড়ছে পেয়াজের দাম। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পেয়াজের দাম। প্রথম ১০০, পরে ১৫০ আজ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি শহরের রিজার্ভবাজার, তবলছড়ি বাজার, বনরুপা বাজারসহ বিভিন্ন কাচা বাজার ঘুরে দেখা গেছে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেয়াজ।
মুদি দোকানগুলোতে প্রতিকেজি বার্মিজ পেয়াজ ১২০, ১৩০, ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও আজ কোথাও কোথাও তা ২০০ টাকা দাম চাওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাঙামাটি শহরের বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
শহরের বনরুপা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বার্মিজ ও দেশি ক্রস জাতের পেয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এর থেকে বাছাই করা তুলনামূলক ভালো মানের পেয়াজের দাম চাওয়া হচ্ছিল প্রতিকেজি ২০০ টাকা।
বনরুপা বাজারের রামভান্ডার নামের মুদি দোকানের মালিক জানান, দাম বাড়ার কারণে পেয়াজ বিক্রিও কমে গেছে। আগে দিনে ৪০-৬০ কেজির মতো বিক্রি হলেও এখন ৪ কেজি পেয়াজও বিক্রি হয় না। এছাড়া ভাল মানের পেয়াজ এখন রাঙামাটির বাজারে নাই।
রাঙামাটিতে পেয়াজের বাজার নিয়ন্ত্রণে স্থানীয় জেলা প্রশাসনের কোন উদ্যেগ নেই বলে স্থানীয় ভোক্তরা ক্ষোভ প্রকাশ করেন।