বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » আজ জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যা দিবস
আজ জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যা দিবস
ঝালকাঠি প্রতিনিধি :: আজ ভয়াবহ ১৪ নভেম্বর। ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৪ বছর। ২০০৫ সালের এই দিন জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন।সেদিনের সেই স্মৃতি মনে করে আজও জেলাবাসী আঁতকে ওঠেন।
সেদিনের ঘটনা:
সেদিন ছিলো রবিবার, সকাল ৯টা বাঁজতে তখনও ৫ মিনিট বাকি। জেলা শহরের পূর্বচাঁদকাঠি এলাকার সরকারি বাসভবন থেকে আদালতে যাওয়ার জন্য জজশীপের গাড়িতে অপেক্ষা করছিলেন ঝালকাঠি জেলা জজ আদালতের দুই সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ অপর আরেক বিচারক এম আউয়ালের জন্য। অন্য গাড়ির ড্রাইভার সুলতান যান বিচারক আউয়ালকে গাড়িতে তোলার জন্য ডাকতে।
আর সে সময় জেএমবির সুইসাইডাল ইফতেখার হাসান আল-মামুন গাড়িতে অপেক্ষামান দুই বিচারকে একটি চিরকুট পড়তে দেন। তাঁরা চিরকুট পড়তে থাকলে জেএমবির মামুন বিচারকদের গাড়িতে শক্তিশালি বোমা নিপেক্ষপ করে।
মূহুর্তেই বিকট শব্দে কম্পিত হয়ে গাড়িটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। আর দুই বিচারকের শরীরে বিভিন্ন অংশ দেহ থেকে উড়ে যায়। ঘটনা স্থলেই মারা যান বিচারক জগন্নাথ পাঁড়ে বরিশাল নেয়ার পথে মারা যান বিচারক সোহেল আহমেদ।
বোমা নিক্ষেপকালে আহত হয়ে ধরা পড়ে হামলাকারী জেএমবির সুইসাইড স্কোয়ার্ডের সদস্য ইফতেখার হাসান আল মামুন।
পরে এ ঘটনায় মামলা হলে ঝালকাঠির ততকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ শীর্ষ জঙ্গিনেতা শায়খ আব্দর রহমান ও বাংলা ভাইসহ ৭ জঙ্গিকে ২০০৬ সালের ২৯ মে ফাঁসির আদেশ দেন। উচ্চ আদালতে সে রায় বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ওই সাত জনের মধ্যে পালিয়ে থাকা জঙ্গি সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদন্ড কার্যকর হয় ২০১৬ সালের ১৭ অক্টোবর ।
আজ শোক-শ্রদ্ধা আর ভালবাসার নানা কর্মসূচিতে ঝালকাঠিতে বিচারক হত্যা দিবস পালিত হয়।
মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরের ৬ নং মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার বিকেলে সাউথপুর সিনিয়র মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজাপুর উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান সমন্বয়কারী নুরুল আমিন খান সুরুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অ্যাড. এইচ এম খায়রুল আলম সরফরাজ, যুগ্ম আহবায়ক অ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী গোমস্তা। সম্মেলনে জালাল আহমেদকে সভাপতি ও তারিকুল ইসলাম তারেককে সাধারণ সম্পাদক এবং মাসুম হাওলাদারকে সিনিয়র সহ সভাপতি ও আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট মঠবাড়ি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলো।