বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শীতার্থ মানুষের পাশে রাঙামাটি জেলা পরিষদ
শীতার্থ মানুষের পাশে রাঙামাটি জেলা পরিষদ
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারে গরীব ও শীতার্থ মানুষদের মাঝে বৃহস্পতিবার ২১জানুয়ারী সকালে কম্বল বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ৷
পরিষদের পক্ষে শীতার্থ ও দরিদ্র জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা৷ এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সুশান্তময় চাকমা, কৃষি বিষয়ক সম্পাদক হৃদয় রঞ্জন চাকমা, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, বরকল উপজেলা শাখার আওয়ামী লীগ সদস্য বিদুর বড়ুয়া’সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
কম্বল বিতরণকালে বক্তরা বলেন, আওয়ামীলীগ সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসি৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল জাতির কল্যানে সবসময় কাজ করে আওয়ামী লীগ৷ এরই আলোকে পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যানে পার্বত্য জেলা পরিষদ সবসময় সহায়তা করে থাকে৷ বক্তরা বলেন, পরিষদের পাশাপাশি সমাজের প্রতিটি বিত্তবানরা যদি অন্তত একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্্র গরীব মানুষরা কষ্ট পাবে না৷ দানশীল মনোভাব নিয়ে সমাজের প্রতিটি বিত্তবানরা যদি উন্নয়ন প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের উদ্যোগে শীতার্থ মানুষের পাশে দাঁড়ায় তাহলে হতদরিদ্র ও শীতার্থ মানুষরা শীত থেকে রেহাই পাবে৷ সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী সবসময় গরীবদের পাশে দাড়াঁনোর আহ্বান জানান বক্তরা৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০মিঃ