শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্তু-প্রসিত পন্থীরা পাহাড়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে : ইউপিডিএফ-গণতান্ত্রিক
সন্তু-প্রসিত পন্থীরা পাহাড়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে : ইউপিডিএফ-গণতান্ত্রিক
খাগড়াছড়ি :: ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু ) গ্রুপ পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট-গণতান্ত্রিক।
আজ ১৫ নভেম্বর শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের মিলনপুর রেগা ক্লাবের হলরুমে আয়োজিত ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা বলেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু )পন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মুখে সংঘাত বন্ধের ডাক দিলেও নৈপথ্যে পাহাড়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করতে একসাথে কাজ করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার সভাপতিত্বে সংস্কারপন্থি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস-এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ, ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ-প্রসিত গ্রুপ ইউপিডিএফ থেকে বের হওয়া কয়েকজন নেতাকর্মী মিলে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে আরেকটি আঞ্চলিক সংগঠন গঠন করে।