বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ১৩ জন আহত হয়েছেন৷ এর মধ্যে কালীগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোর থাক্কায় শিশুসহ ৩ জন আহত হয়েছেন৷ অপর দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছে৷ অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে৷
২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে৷
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন বড়নগর নামক স্থানে ঢাকাগামী সিলেট মেইল এঙ্প্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে যায়৷ এতে সিএনজি চালকসহ তিনজন আহত হয়েছে৷ আহতের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ চালকের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার নেহাব এলাকায় বলে জানা গেছে৷ তার বয়স হবে আনুমানিক ২৮ বছর৷ তবে তার নাম জানা যায়নি৷ অন্য আহতরা হলেন- উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের রাজন চন্দ্র দাসের স্ত্রী লিপি রাণী দাস (২৪) ও তার ভাগি্ন কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের শ্রীধামের মেয়ে মিথিলা (৭)৷
কালীগঞ্জ থানার এসআই মো. আজিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সকালে নরসিংদীর পলাশ এলাকার ভাটপাড়ার বাবার বাড়ি থেকে সিএনজিযোগে লিপি তার স্বামীর বাড়ি বেতুয়া গ্রামে যাচ্ছিলেন৷ এসময় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর রেল ক্রসিং এ ঢাকাগামী ওই ট্রেনের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে৷ এতে সিএনজি ধুমরে মুচরে রেলের পাশে খাদে পড়ে যায়৷ এতে ওই সিএনজির চালকসহ দুই যাত্রী আহত হন৷ আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিত্সক শিশু মিথিলাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দিয়েছেন৷ আর চালক ও লিপির অবস্থা আশঙ্কাজনক৷
এসআই মো. আজিজুর রহমান আরো জানান, বড়নগর রেলক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক নেই৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক জেসমিন আরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সিএনজি চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷
অপরদিকে গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় প্রভাতী বনশ্রী পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে যায়৷ এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে৷
অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে৷
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ভান্নারা এলাকায় রংপুর এঙ্প্রেস টেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়৷ লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহতের আনুমানিক বয়স ৪০ বছর হবে৷ তার পরনে কালো প্যান্ট ও খয়েরি রংয়ের জ্যাকেট দেখা যায়৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.২০মিঃ