বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি খাদে, আহত ৩
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি খাদে, আহত ৩
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন বড়নগর নামক স্থানে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে গেছে৷
কালীগঞ্জ থানার এসআই মো. আজিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী সিলেট মেইল এঙ্প্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছে৷ আহতের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ তার নাম পরিচয় জানা যায়নি৷ তবে তার বয়স হবে আনুমানিক ২৮ বছর৷ বাড়ী নরসিংদীর পলাশ উপজেলার নেহাব এলাকায় বলে জানা গেছে৷
আহতরা হলো- উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের রাজন চন্দ্র দাসের স্ত্রী লিপি রাণী দাস (২৪) ও তার ভাগনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের শ্রীধামের মেয়ে মিথিলা (৭)৷
এসআই মো. আজিজুর রহমান আরো জানান, বড়নগর রেলক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক নেই৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক জেসমিন আরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সিএনজি চালকের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছে৷ এতে তার ডান পা ভেঙ্গে গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪০ মিঃ