শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বন্য হাতির আক্রমনে কাউখালীতে নারীর মৃত্যু
বন্য হাতির আক্রমনে কাউখালীতে নারীর মৃত্যু
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শামুকছড়ি এলাকায় গতকাল শুক্রবার এক উপজাতীয় নারী বন্য হাতির আক্রমনে মারা যায় বলে খবর পাওয়া যায়।
স্থানীয় ও কাউখালী থানা সুত্রে জানা যায় উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকা শামুকছড়ির মাটিছ ছড়ায় রাত্রে হটাৎ করে বন্য হাতির দল গ্রামের মধ্যে ডুকে তান্ডব চালায়।
এ সময় গ্রামের লোকজন প্রাণ বাচাঁনোর জন্য এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। এক পর্যায়ে গ্রামের বাসিন্দা পাই অং মারমার স্ত্রী মেসি মারমা (৪৭) তিন সন্তানের জননী তার সন্তানদের নিয়ে পাহাড়ের জংগলের মধ্যে আশ্রয় নেয় স্বামী সহ। কিন্তু কিছুক্ষন পরে একটি বন্য হাতি হটাৎ করে দৌড়ে এসে আক্রমন শুরু করলে তার স্বামী তিন সন্তান সহ পালিয়ে প্রাণ বাচাাতে পারলেও তার স্ত্রীকে বন্য হাতিটি ধরে পেলে মাটিতে ফিসে পেলেন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কাউখালী থানার পুলিশ সদস্যরাও স্থানীয় প্রশাসনের লোকজন রাত্রে ১০টায় শামুকছড়ি গ্রামে গিয়েও লাশটি উদ্বার করতে পারেননী।
পরের দিন আজ শনিবার সকালবেলা গ্রামের লোকজন ও কাউখালী থানা পুলিশ ও স্থানয়ি প্রশাসন লাশটি উদ্বার করেন। এ ব্যপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম বিষয়টি জানান।
স্থানীয়রা জানান প্রতি বছর এই সময় বন্য হাতির দল কাউখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত জনবসতি পুর্ন এলাকায় রাতে এবং দিনের বেলায় ঢুকে পড়েন এবং গ্রামের মধ্যে বা পাড়ায় তান্ডব চালায়্ ফসলের বাড়ি ঘরের ব্যাপক ক্ষয় ক্ষতি সাদন করেন পাশা পাশি প্রান হানির মতো ঘটনাও ঘটে। এতে করে এসব এলাকার মানুষরা সব সময় আতংকের মধ্যে থাকেন বলে জানান।