বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
গাজীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে৷ তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও বিকাশে এবং সাধারন মানুষের মধ্যে ই-সেবা সম্পকির্ত উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টিতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ি মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরম্ন হয়েছে৷
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগাম প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার উদ্বোধন করেন৷ এ মেলা উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ি মাঠে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যান এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কবির বিন আনোয়ার৷ পরে মেলা প্রাঙ্গণে গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান৷
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ভাওয়াল রাজবাড়ি মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর মত্স্য অধিদফতর, পরিবেশ অধিদফতর, প্রাণী সম্পদ অফিস, পলস্নীবিদ্যুত্ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৩৯টি স্টল বসিয়েছে৷ স্কুল কলেজের ছেলে মেয়েরাও মেলায় ঘুরে দেখছে৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৫মিঃ