বুধবার ● ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝালকাঠিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা তারাবুনিয়া গ্রামের ডাক্তার বাড়ি সংলগ্ন রাস্তার পূর্ব পাশে লাশটি দেখতে পেয়ে চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী কেউ ওই নারীকে দেখে চিনতে পারেনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় না জানলেও তাঁকে ওই এলাকায় আগেও দেখেছেন। এ ছাড়া ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি প্রেরন করা হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ঝালকাঠিতে ১৭টি রুটে দ্বিতীয় দিনের মত এ ধর্মঘট চলছ
ঝালকাঠি :: কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছাড়াই ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট অব্যহত আছে। আজ বুধবার সকাল থেকে জেলার ১৭টি রুটে এ ধর্মঘট চলছ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রীরা।
মূলত কেন্দ্রিয় কর্মসূচি ছাড়াই মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠির বাস ও মিনিবাসের চালক- শ্রমিকরা সড়ক পরিবহণের নতুন আইন সংশোধনের দাবীতে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ফলে আজ দ্বিতীয় দিনেও বাড়তি ভাড়া আর হয়রানী শিকার হয়ে অসংখ্য মানুষকে ঝালকাঠি থেকে বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। ব্যাটারী চালিত অটোরিকশা কিংবা মাহেন্দ্র টেম্প্যুতে গুনতে হচ্ছে অধিক ভাড়া। সাধারণ যাত্রীরা এ অঘোষিত ধর্মঘটের দ্রুত অবসান চাইছেন।