বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার উদ্ধোধন
মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার উদ্ধোধন
বাগেরহাট প্রতিনিধি :: ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ৩ দিন ব্যাপি এ মেলার উদ্ধোধন করেন।
মোরেলগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, এসআই আসাদুজ্জামান মিঠু।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার ২০টি মাদ্রাসা,স্কুল ও কলেজ পর্যায়ের ২০ টি ষ্টল প্রদর্শিত হয়েছে।