![রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজের তদারকি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/7500-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » সাংবাদিক আতিক এর মা আমরুল বেগম আর নেই
সাংবাদিক আতিক এর মা আমরুল বেগম আর নেই
ষ্টাফ রিপোর্টার :: সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের ষ্টাফ রিপোর্টার মুহাঃ আতিকুর রহমান আতিক এর মা আমরুল বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫মিনিটের সময় ব্রেইন স্টোক জনিত কারণে টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান। সাংবাদিক আতিক মধ্যে দ্বিতীয়।
আগামীকাল শুক্রবার বাদ জুমা মরহুমার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক মুহাঃ আতিকুর রহমান আতিকের মায়ের অকাল মৃত্যুতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।