শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি আ’লীগের সম্মেলন নিয়ে মিথ্যাচারের অভিযোগ
খাগড়াছড়ি আ’লীগের সম্মেলন নিয়ে মিথ্যাচারের অভিযোগ
খাগড়াছড়ি :: আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আঞ্চলিক সংগঠনের একটি এজেন্ট ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে খাগড়াছড়ির সকল উপজেলার সভাপতি-সম্পাদকের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ উত্থাপন করা হয়।
মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা স্বার্থান্বেষী একটি মহল ও আঞ্চলিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়নে আসন্ন সম্মেলনকে ঘিরে মিথ্যাচার করছে। দীর্ঘদিন ধরে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত উল্লেখ করে অবিলম্বে তাকে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।