শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের মগ পার্টির দেওয়া আগুনে বান্দরবানে বসতবাড়ি ভষ্মিভূত
পাহাড়ের মগ পার্টির দেওয়া আগুনে বান্দরবানে বসতবাড়ি ভষ্মিভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের সদর উপজেলার ২ নাম্বর কুহালং ইউনিয়নের উজি-হেডম্যান পাড়ার কাছে নতুন চাকমা পাড়া নামে পাহাড়ি গ্রামে সন্ত্রাসীদের দেওয়ায় আগুনে একটি বাড়ি আগুনে ভষ্মিভ’ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানিয় পাড়া বাসীরা জানান, পাহাড়ের মগ পার্টি নামে সন্ত্রাসী সংগঠনটি এঘটনা ঘটিয়ে থাকতে পারে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১লক্ষ টাকা।
এবিষয়ে কুহালং ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আবুল কালাম জানান, ২নম্বর কুহালং ইউনিয়নের উজি হেডম্যান পাড়ার পাশে নতুন চাকমা পাড়ায় গত রাতে একদল একদল সন্ত্রাসী প্রবেশ করলে গ্রাম বাসীরা পাশ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা একটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল তেকে চলে যায়। পরে পাড়া বাসিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বান্দরবান পায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন অফিসার সাহাদাস হোসেন বলেন, জানান এবিষয়ে আমাদের ষ্টেশনে মেসেজ আসেনি। তবে আজ শুক্রবার সকালে শুনেছি আগুনের বিষয়টি।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা শুনেছি । তবে কারা আগুন দিয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।