শনিবার ● ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মুক্তিযোদ্ধা পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সন্তানদের সংবাদ সম্মেলন
মুক্তিযোদ্ধা পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সন্তানদের সংবাদ সম্মেলন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে শহরের হাফেজ ঘোনার বাসিন্দা আলহাজ্ব মনির আহম্মদ এর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার ভিত্তিহীন মিথ্যা মামলার প্রতিবাদ ও ষড়যন্ত্র কারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ মামলা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এই মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ শনিবার ২৩ নভেম্বর সকাল ১১টায় বান্দরবান নিউ রূপসী বাংলা রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করান ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সন্তানরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, গত (১৯ নভেম্বর) এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির আহম্মদ এর বিরুদ্ধে ভূমি বিরোধের জেরে মনোয়ারা বেগম বাদী হয়ে মিথ্যা ভিত্তিহীন ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করে। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির আহম্মদ বাইপাস সার্জারীর জন্য বেঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময় আব্দুর রহিম নামের এক ব্যক্তির সঙ্গে মুক্তিযোদ্ধা মনির আহম্মদ এর জমিসংক্রান্ত মামলা চলছিল ওই মামলা তুলে নেয়ার জন্য আব্দুর রহিমের পরিবার ষড়যন্ত্র করে মনোয়ারা বেগমের সঙ্গে আঁতাত করে তার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির আহম্মদ এর সহধর্মীনি রওশন আরা বেগম, মেয়ে নাসরিন আক্তার, ফারজানা আক্তার মিলি, শারমিন আক্তার, কামরুন নেছা মুক্তা, ছেলে মো. মাহবুব করিম।
এসময় মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের বাবার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা বাতিলসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।