শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সিলেটের মদন মোহন কলেজকে অচিরেই সরকারী করা হবে - প্রধানমন্ত্রী
সিলেটের মদন মোহন কলেজকে অচিরেই সরকারী করা হবে - প্রধানমন্ত্রী
উত্তম কুমার পাল হিমেল,সিলেট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধুর অঙ্গীকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরন বাস্তবায়ন করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ৷ শিক্ষায় অনগ্রসর সিলেটকে এগিয়ে নিতে সিলেটে শিক্ষা মন্ত্রী দিয়েছে৷ আর শিক্ষা মন্ত্রীর সার্বিক প্রচেষ্টায় দেশের শিক্ষার হার ৭১% এ নিয়ে এসেছি৷ তাই শিক্ষা প্রতিষ্টানের প্রসার ঘটাতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে৷ দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা করা হবে৷ এছাড়া প্রতিটি উপজেলায় একটি স্কুল এবং একটি কলেজকে সরকারীকরন করা হবে৷ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মদন মোহন কলেজকে অচিরেই সরকারীকরন করা হবে৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার বাস্তবায়ন সেদিন আর বেশী দুরে নয়৷ তিনি বৃহস্পতিবার ২১ জানুয়ারী দুপুরে সিলেটর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ৭৫ বছর পুর্তি উপলক্ষ্যে প্লার্টিনাম জুবিলি উত্সব ২০১৫ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন৷ কলেজ পরিচালনা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, অর্থ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, শিক্ষা সচিব সোহরাব হোসেন, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা পরিবারের সদস্য সুকেন্দু বিকাশ রায়, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ৷ বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান প্রাক্তন ছাত্র আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্র আসাদ চৌধুরী, প্রাক্তন ছাত্র ও পরিচালনা কমিটির সদস্য বিজিত চক্রবর্তী প্রমূখ৷ অনুষ্ঠানে প্রায় সহাস্রাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷
আপলোড : ২১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৫মিঃ