![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » অভিনেতা কালা আজিজ আর নেই
অভিনেতা কালা আজিজ আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১০টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে আজিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মিশা সওদাগর বলেন, ‘রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শিল্পী সমিতি শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
অভিনেতা আজিজ দর্শকদের কাছে ‘কালা আজিজ’ নামেই পরিচিত ছিলেন। প্রায় পাঁচশ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কালা আজিজ’ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬) ও আয়না সুন্দরী (২০১৫)।