রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যায় উন্নীত
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যায় উন্নীত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ১৮ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর ও ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ যোগাযোগ খাতে ব্যাপক ভাবে উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, প্রত্যেক উপজেলায় কলেজ, ফায়ার স্টেশন স্থাপিত করা হয়েছে। জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক যোগাযোগ উন্নীত হওয়ায় কৃষিপণ্যের দাম বৃদ্ধি ও সহজে কৃষকরা পণ্য জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রির সুযোগ পেয়েছে।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাসের, সিভিল সার্জন ডাঃ অসুই প্রু, উন্নয়ন বোর্ডের বান্দরবানে ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।