রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্লাস্টের উদ্যোগে তাজরিন ট্রাজেডি দিবস পালন
রাঙামাটিতে ব্লাস্টের উদ্যোগে তাজরিন ট্রাজেডি দিবস পালন
সংবাদ বিজ্ঞপ্তি :: বিগত ২০১২ সালের ২৪শে নভেম্বর তারিখ ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়ার নিশ্চিন্তাপুরে অবস্থিত তোবা গ্রুপের মালিকানাধীন তাজরিন ফ্যাশন গার্মেন্টস এ ভয়াবহ অগ্নিকান্ডের ফলে অন্তত ১১২ জন শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে। তাজরিন অগ্নিকান্ডের প্রেক্ষিতে ২০১২ সালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বেলা এবং আইন ও সালিস কেন্দ্র (আসক) কর্তৃক (রীট পিটিশন নং-১৫৬৯৩/২০১২) উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এছাড়াও ২০১৩ সালে তিনজন নৃতত্ত্ববিদ আরো একটি রীট পিটিশন (রীট পিটিশন নং-৪৪৬৭/২০১৩) উচ্চ আদালতে দায়ের করেন। বর্তমানে মামলা দুটি শুনানীর জন্য উচ্চ আদালতে অপেক্ষমান আছে। আজ ২৪শে নভেম্বর শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সকল নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে আজ দেশের বিভিন্ন জেলাসমূহে কার্যক্রম গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিট ও রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি ইউনিয়নের মাউরুম আইডিয়াল স্কুলে উপস্থিত শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ভয়াবহ সেই তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকান্ডে শতাধিক নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরন করে। এতে উপস্থিত ছিলেন ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের স্টাফ লইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সচিব চাকমা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।