রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৬ বছর পর মোরেলগঞ্জে আ’লীগের সম্মলেন সম্পন্ন
১৬ বছর পর মোরেলগঞ্জে আ’লীগের সম্মলেন সম্পন্ন
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৮ হাজার গ্রামবাংলার মানুষকে অভাবনীয় উন্নয়ন উপহার দিয়েছে।
গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৬৮ হাজার গ্রামকে করেছে আলোকিত। স্বাস্থ্য সেবা নিচ্ছিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে প্রতিটি গ্রামে। বছরের শুরুতেই শিক্ষার্থির হাতে তুলে দিয়েছেন বই। এখন আর বাংলার মানুষ বস্ত্রহীন থাকছেনা। তিনি আরো বলেন, দলে দুনীতিবাজ, চান্দাবাজ ধান্দাবাজের স্থান হবে না।
বিএনপি জামায়াত অশুভ পরাজিত শক্তি মাথাচড়া দিয়ে উঠতে দেওয়া যাবেনা । আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর পার্কে আয়োজিত এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪, সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজীত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. রিয়াজুল কবির কাওসার, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার।
সভায় প্রতিবেদন পাঠ করেন সদ্য বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এম এমদাদুল হক। সভায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনে সভাপতি পদে এ্যাড. আমিরুল আলম মিলন ও লিয়াকত আলী খানের নাম প্রস্তাব করেন।
অনুরুপ সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম উঠে আসে। এরা হলেন পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, বিদায়ী সম্পাদক এম এমদাদুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী ও জেলা পরিষদের সদস্য শাহাবুদ্দিন তালুকদারের নাম প্রস্তাব করেন।
সম্মেলনের ২য় পর্যায়েদীর্ঘ ১৬ বছর পরে অনুষ্ঠিত মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন শেষ হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্মেলনের শেষে আলোচনা সাপেক্ষে সাবেক কমিটি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
অর্থাৎ, অ্যাড. আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক পরবর্তী ৩ বছরের জন্য আবারও সভাপতি, সাধারণ সম্পাদক থাকছেন।
সম্মেলনের দ্বিতীয়ার্ধে ১৬ বছরের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব নেওয়া হয়। প্রস্তাবিতদের নিয়ে নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক শেষে সাবেক কমিটি বহাল রাখার ঘোষণা দেন।
ডিসি মামুনুর রশীদকে ভূমি সচিবের ধন্যবাদ
বাগেরহাট :: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণ দেয়ায় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
গত ২০ নভেম্বর সচিব ডিসিকে এই আধা-সরকারি পত্রটি দেন।
চিঠিতে ডিসিকে উদ্দেশ্য করে সচিব বলেন, আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জমি অধিগ্রহণ করা হয়। বাগেরহাট জেলায় পর্যটনসহ অন্য খাতে বিনিয়োগ বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় ১২টি অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তন্মধ্যে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প ও খুলনা হতে মোংলা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।
চিঠিতে বলা হয়, ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ দ্রুত ক্ষতিপূরণ প্রত্যাশা করেন। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে কর্মসম্পাদন করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে প্রত্যাশী সংস্থা নিয়ম মোতাবেক জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে থাকে। এরপরও কোন কোন ক্ষেত্রে অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের ক্ষতিপূরণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়।
চিঠিতে ডিসির উদ্দেশ্যে আরও লেখা হয়, এক্ষেত্রে আপনার ব্যক্তিগত উদ্যোগে বাগেরহাট জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের অর্থ প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি বাস্তবায়ন এবং ভূমি মন্ত্রণালয়ের ‘স্বচ্ছতা, দক্ষতা ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা’ সংক্রান্ত ভিশন অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের অনুকূলে বিভিন্ন তারিখে ৩৪৭টি চেকের মাধ্যমে ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ২৬৯ টাকার চেক প্রদান করেছেন।
এতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় তথা সরকারের ভাবমূর্তি জনগণের কাছে উজ্জ্বলতর হয়েছে উল্লেখ করে চিঠিতে মামুনুর রশীদকে বলা হয়, ‘আপনার গৃহীত এ উদ্যোগ প্রশংসনীয়। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতেও আপনাকে অনুরোধ জানাচ্ছি।