সোমবার ● ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জেলা আ’লীগের সম্মেলনে সভাপতি ক্যশৈহ্লা,সম্পাদক ইসলাম বেবী নির্বাচিত
বান্দরবানে জেলা আ’লীগের সম্মেলনে সভাপতি ক্যশৈহ্লা,সম্পাদক ইসলাম বেবী নির্বাচিত
বান্দরবার প্রতিনিধি :: বান্দরবানে দীর্ঘ ৬ বছর পর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার ২৫ নভেম্বর সকালে শহরের রাজার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠে প্রথম অধিবেশন ও অরুণ সারকী টাউন হলে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এর উপস্থিতিতে কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সভাপতি ক্যশৈহ্লাকে সভাপতি ও ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় দেশ আজ অনেক দূর এগিয়েছে। আজ সেই উন্নয়নের ছোঁয়া পাহাড়েরও লেগেছে। এমন অবস্থায় স্বাধীনতার বিপক্ষ শক্তি বিএনপি জামাত চক্রটি দেশের মানুষের মধ্যে পিঁয়াজ লবন নিয়ে গুজব ছড়াচ্ছে। যারা ক্ষমতায় থাকতে এদেশের জন্য কোন কাজ করেনি, জনগণের জন্য কোন কাজ করেনি বরং বারবার আঘাত করেছে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে। পাহাড়ে অস্ত্রধারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অস্ত্র ছেড়ে সৎ পথে চলে আসুন অস্ত্রের মাধ্যমে বিশ্বের ইতিহাসে কেউ টিকতে পারেনি। সন্ত্রাসী কর্মকা- চালালে আগামীতে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময়, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি ,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সম্মেলনে সভাপতি পদে ক্যশৈহ্লা একক প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী দলীয় ফরম জমা দিয়েছিলেন। তারা হলেন, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, অজিত দাশ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।