সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » ডিজিটাল বাংলাদেশ নির্মাতা ৭০ বছরে পা রাখলেন
ডিজিটাল বাংলাদেশ নির্মাতা ৭০ বছরে পা রাখলেন
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে প্রথম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখানেই জন্মদিন উদযাপন করবেন তিনি।
স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব-বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কারাবন্দি পিতা বঙ্গবন্ধুর আগ্রহে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সঙ্গে ১৯৬৮ সালে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্ছৃঙ্খল সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ১৯৮১ সালের ১৩-১৫ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি মনোনীত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টায় পাহাড়িদের সাথে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তি করে পাহাড়ে প্রায় ২ যুগের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটান।
২০১৪ সালের ৫ই জানুয়ারি তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
ইতিমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্য-প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে ও জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সমপ্রীতি প্রতিষ্ঠার জন্য অসংখ্য মর্যাদাপূর্ণ পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি জাতিসংঘের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য আইটিইউ পুরস্কারে ভূষিত করা হয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগামী দিন গুলিতেও বাংলাদেশের আপামর জনগণ বঙ্গবন্ধু কন্যা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে তাদের পথ প্রদর্শক হিসাবে দেখতে চায়।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ বছরে পা রাখলেন,মঙ্গলময় হউক আপনার আগামী দিনের পথ চলা।
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :রাত ২.১৪ মিঃ