মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » লংগদুতে স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে
লংগদুতে স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে
ক্রীড়া প্রতিনিধি :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লংগদু উপজেলার লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক স্কুল ছাত্রদের অংশ গ্রহনে আজ ২৫ নভেম্বর সোমবার দিনব্যাপি এক কাবাডি প্রতিযোগিতা আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় জুনিয়র বালক ও সিনিয়র বালক গ্রুপের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন ছাত্র কাবাডি প্রতিযোগী অংশ গ্রহন করেছে। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরস্কারসহ অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদেরকে ব্যক্তিগত পুরস্কার বিতরণ করেছেন।উক্ত প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপের ফাইনাল খেলায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ৩৪ - ২৬ পয়েন্টে মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় জুনিয়র গ্রুপকে পরাজিত করে দলীয় চ্যাম্পিয়ন এবং মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় দলীয় রানার্স-আপ হয়। সিনিয়র গ্রুপের ফাইনাল খেলায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সিনিয়র গ্রুপ ৪২ - ১৩ পয়েন্টে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গ্রুপকে পরাজিত করে দলীয় চ্যাম্পিয়ন এবং লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গ্রুপ দলীয় রানার্স-আপ গৌরব অর্জন করে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মো. ওসমান গণি রেফারীর দায়িত্ব এবং মো. ইকতার জামাল স্কোরারের দায়িত্ব পালন করেছেন। তাঁদেরকে স্বয়ং উপস্থিত থেকে জেলা ক্রীড়া অফিসার সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেছেন। অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার যোগাযোগ ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।