মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » পাবনায় মুজিববর্ষ বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট
পাবনায় মুজিববর্ষ বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে সরকারি আর সি এন এন্ড বি এস এন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নিজস্ব খেলার (বালুচর খেলার মাঠ) মাঠে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্ট পৌরসভা ও ইউনিয়নসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় মূলগ্রাম ইউনিয়ন ক্রিকেট একাডেমী ৮১ রানে হরিপুর ইউনিয়ন ক্রিকেট একাডেমী’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথী হিসেবে ছিলেন প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও প্রকাশ রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশ হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকার সম্পাদক শামিম হাসান মিলন।
এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বকুল হোসেন, উপজেলা কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।