বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য
শৈলকুপার পাইকারী বাজারে আগুনঝরা মূল্য
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের বাজারে আগুনঝরা দাম। সাপ্তাহিক বাজার গতকাল মঙ্গলবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভ খুঁজতে কোমর বেঁধে হাটে নেমেছেন। প্রতিমন পেঁয়াজ ৫ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দূর্গন্ধযুক্ত পঁচানষ্ট, অঙ্কুরিত পেঁয়াজের দাম ৪ থেকে ৫ হাজার টাকা, আর ভাল পেঁয়াজের দাম সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। তবে বাজার ঘুরে বড় কোন আড়তদার, মজুৎদারের গুদামজাত করা পেঁয়াজের দেখা মেলেনি। পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খুচরা পেঁয়াজের মূল্য। অপরদিকে বাজারে আর দেখা নেই নতুন মুড়ি পেয়াঁজের, চাষীরা বলছেন আরো ৩ সপ্তাহের আগে নতুন মুড়ি পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা নেই। খুচরা বাজারে ২’শ থেকে আড়াইশ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, মাঠে থাকা মুড়ি পেঁয়াজ তুলতে কৃষকের অন্তত আরো দু’তিন সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরো বলেন শুধু পেঁয়াজ নয়, বাজার নিয়ন্ত্রনে রাখতে সব কৃষি পন্যরই যথাযথভাবে সংরক্ষনের বিষয়ে কৃষকদের আরো যতœশীল হতে হবে।
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অনুদানের চেক বিতরন
ঝিনাইদহ :: ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এউপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি আবু সালেহ মো: হাসনাত , সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সি ফিরোজা সুলতানা, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম ,মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন ইসলাম, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন,মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মঞ্জুশ্রী রায়,ডেসা নির্বাহী পরিচালক নাজমা পারভীন, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন সুলতানা প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমূখ।আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিথি হিসেবে ৩টি ক্যাটাগরি তে ৭৫টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে ১৩ লক্ষাধীক টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।
হরিণাকুন্ডুতে পাশাপাশি তাফসীর মাহফিলের আয়োজন : এলাকাজুড়ে উত্তেজনা
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে একই জায়গায় দুইটি তাফসীর ও দোয়া মাহফিল আয়োজন করে প্রতিপক্ষ দুইট গ্রুপ।এ নিয়ে সহিংসতার আশঙ্কায় একটি মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে থেকেই ২৭ ও ২৮ নভেম্বর ভায়না মধ্যপাড়া ঈদগাহ ও মসজিদ মাঠে তাফসীরুল কুরআন মাহ্ফিল এর প্রচারণা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি। পাশাপাশি ভায়না আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে একই তারিখে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে প্রচার চালাতে থাকে। উভয় পক্ষই অনুমতির জন্য প্রশাসনের নিকট আবেদন করে। দুই পক্ষকেই প্রথম পর্যায়ে অনুমতি প্রদান করে জেলা প্রশাসন ও পুলিশ। কিন্তু মাহফিল দুইটি ৫০০ গজের মধ্যে আয়োজন করায় হরিণাকুন্ডু থানা পুলিশ আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় মাঠের মাহফিলটি বন্ধ করে দেয়। এদিকে সচেতন মহল জানান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ২দিন ব্যাপি মাহফিলের মাইকের শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। পরীক্ষা শেষ হলে এমন আয়োজন করলে ভাল হয়। ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছমির উদ্দীন বলেন, ভায়না গ্রামের লোকজন বেশ শান্তি প্রিয়। এখানে দুই পক্ষের বিশৃঙ্খলা বা সহিংসতার কোন সম্ভাবনা নেই। তাছাড়া উপজেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছেন আশাকরি খারাপ কিছু ঘটবেনা। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভায়না গ্রামে ভুলক্রমে ডিএসবি থেকে দুইটি তাফসীর মাহফিলের অনুমতি দিলেও আমরা জানার পর পরই সহিংসতা এড়াতে একটি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।