শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন দোকান
রাউজানে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন দোকান
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে তিনটি দোকান। আজ ৩০ নভেম্বর শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে এ ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে রনজিৎ নাথ (৩৮) নামে এক ব্যক্তি দগ্ধ হন। দগ্ধ সেই উপজেলার নাথপাড়া এলাকার সতিষ নাথের ছেলে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, ডেকোরেটার্সের দোকান মালিক মোনাফ কোম্পানী, সাইকেলের গ্যারেজ মালিক লক্ষী নাথ ও চেরাগ তৈরির কারিগর রবিনাথ।
এছাড়াও কুসুম নামে ভাসমান এক নারী সবজি বিক্রেতার ২০ হাজার টাকা পুড়ে গেছে। এই ঘটনায় অন্তত ৮০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মোনাফ কোম্পানীর ডোকেরেটার্সে। মোনাফ কোম্পানি বলেন, বড় ১৯টি জেনারেটর, নগদ টাকা, কোকারিজ, অনুষ্ঠান সাজ-সজ্জার সরঞ্জাম পড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদুটি দোকানে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনীর সদস্যরা। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।