![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোগ-বিলাশ নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের : শফিক চৌধুরী
ভোগ-বিলাশ নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের : শফিক চৌধুরী
ষ্টাফ রিপোর্টার :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভোগ-বিলাস নয়, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের। যার শতভাগ প্রমাণ রেখে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা শতভাগ সৎ নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও যাব। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মতো ভোগ-বিলাশের রাজনীতি করলে কেউই আওয়ামী লীগের রাজনীতিতে বেশি দিন ঠিকতে পারবেন না। তাই আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করতে হবে।
তিনি আজ শনিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গৃহিত সকল উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃংঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে নিজেদের এলাকার আওয়ামী লীগের অবস্থান আরোও শক্তিশালী করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, হাজী ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ ও মিয়াদ আহমদ প্রমুখ।
বিশ্বনাথে চোরাই অটোরিক্সা উদ্ধার, গ্রেপ্তার-১
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সিএনজি চালিত চোরাই অটোরিক্সা (সিলেট-থ ১১-৩১৮১)’সহ পাবেল মিয়া (২৩) নামের এক চালককে গ্রেপ্তার করেছে। পাবেল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই গ্রামের মৃত ইকবাল মিয়ার পুত্র। শুক্রবার রাত ১১টার দিকে সিলেটের খোজারখলা এলাকা থেকে চোরাইকৃত অটোরিক্সাটি (সিলেট-থ ১১-৩১৮১) উদ্ধার ও চালক পাবেলকে আটক করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই রসুল আহমদ।
শুক্রবার রাতেই উদ্ধার হওয়া অটোরিক্সার মালিক বিশ্বনাথের পেছিখুরমা গ্রামের আবদুল মালিকের স্ত্রী জ্যোৎন্সা বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২২ (তাং ২৯.১১.১৯ইং)। একই উপজেলার পেছি খুরমা গ্রামের মরম আলীর পুত্র ফিরোজ আলীকে (৩৫) প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন গ্রেফতারকৃত পাবেল মিয়া ও দক্ষিণ সুরমার চৌধুরীগাঁও গ্রামের দুলা মিয়ার পুত্র ছত্তার মিয়াকে (৩৫)। এমামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোৎন্সা বেগমের অটোরিক্সাটি চুক্তিভিত্তিক চালাতেন তারই পাশের বাড়ির ফিরোজ আলী। গাড়ির মুল কাগজপত্র সরিয়ে নিয়ে গত ২৩ নভেম্বর চালক ফিরোজ ওই অটোরিক্সাটি অন্যত্র বিক্রি করে দেন। ওই দিন রাতে চালক ফিরোজ তার মালিককে বলেন স্থানীয় পনাউল্লাহ বাজার থেকে অটোরিক্সাটি চুরি হয়ে গেছে। এরপর অটোরিক্সা চুরি হওয়ার কারণে মালিক জ্যোৎন্সা বেগম এব্যাপারে থানা একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করে। আর ওই জিডির তদন্ত চলাকালে শেষ পর্যন্ত শুক্রবার রাতে অটোরিক্সা মালিককে সঙ্গে নিয়ে সিলেটের খোজারখলা এলাকা থেকে ওই চুরি হওয়া অটোরিক্সাসহ অন্য এক চালকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
চোরাই অটোরিক্সা উদ্ধার ও পাবেলকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ নূর হোসেন বলেন, এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত পাবেল মিয়াকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।