সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সিলেটে সম্মিলিত সামাজিক আন্দোলনের র্যালি
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সিলেটে সম্মিলিত সামাজিক আন্দোলনের র্যালি
সিলেট প্রতিনিধি :: আজ পহেলা ডিসেম্বর রবিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও সর্বস্তরে জবাবদিহীতা নিশ্চিতকরণের দাবিকে সামনে রেখে র্যালি ও পতাকা মিছিল করেছে। র্যালিটি জিন্দাবাজারস্থ শহিদমিনার প্রাঙ্গণ থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্ট হয়ে আবার শহিদমিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক জেলা সভাপতি কলামিষ্ট সুকেশ চন্দ্র দেব, জেলা আহবায়ক ও সিলেট চেম্বারে সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তমাল চন্দ্র নাথ, যুবমৈত্রির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জেলা বারেরর আইনজীবী বদরুল ইসলাম, জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপন, ভোরের কাগজ পাঠক ফোরামের সভাপতি অমিতা বর্ধন, গীতিকবি হরিপদ চন্দ, সাংবাদিক ও ছড়াকার হৃষিকেশ রায় শংকর, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়ক অনিতা দাস গুপ্তা, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহনাজ বেগম, জেলা সাগঠনিক সম্পাদক সালমা বেগম, ব্যবসায়ী বিপুল রায়, সংগঠন সোলেমান আহমদ ও কবি অজয় বৈদ্য অন্তর প্রমুখ।