সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মাসব্যাপী প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু
রাঙ্গুনিয়াতে মাসব্যাপী প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: মহান বিজয়ের মাস ডিসেম্বর মাসকে সদস্য সংগ্রহ ও জমাদানের মাস ঘোষণা করে মাদরাসার সাবেক সকল ছাত্রদের সদস্য ফরম সংগ্রহ করে যথাযথ পূরণ করে সদস্য হওয়ার আহবান জানান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ ।
চট্টলার ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়াস্থ পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় সদস্য সংগ্রহ মাসকে সফল ও সার্থক করার জন্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক-কে সভাপতি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন -কে সদস্য সচিব করে ৫ জন বিশিষ্ট উপ-কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য সদস্য হলেন, আরিফুল ইসলাম, মুহাম্মদ হোসাইন কাদেরী, মুজিবুর বশর।
সভায় সভাপতি তার বক্তব্য বলেন, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার পরও মাদরাসায় প্রাক্তন ছাত্র পরিষদ নামক কোন সংগঠন সক্রিয় না থাকায় প্রতিষ্ঠানের কোন অবদান রাখতে পারছে না। তাই আমরা সাবেক সকল ছাত্রদের একত্রে করার প্রয়াসে এ সংগঠনটি পূর্ণ গঠন করেছি।
সংগ্রহ সংগ্রহ ব্যাপারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার মোক্তারুল মোস্তফা টিপু জানান,গঠনতন্ত্র অনুযায়ী মাদরাসা হতে যারা ৮ ম শ্রেণি হতে ফাযিল শ্রেণি পর্যন্ত সাবেক সকল শিক্ষার্থীদের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ পূর্বক সদস্য হওয়ার জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার আহবান জানান। ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক (সাংগঠনিক সম্পাদক) -01875911881, মুহাম্মদ দেলোয়ার হোসাইন (তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক) -01820039772 (বিকাশ),আরিফুল ইসলাম (দপ্তর সম্পাদক) 01865960018 বিকাশ)। তিনি আরো জানান, ব্যাংক একাউন্টের মাধ্যমে ও টাকা টাকা জমা দিতে হবে।
রাঙ্গুনিয়ায় চতুর্থবারের মত প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষক শাওন
রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহ শাওন উপজেলা পর্যায়ে চতুর্থবারের মত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ) নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষার পর যাচাই বাছাইয়ে শেষে তাঁকে এই নির্বাচন করে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিস।
গত শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা শিক্ষা অফিসস্থ স্বাক্ষাতে তাঁর এ অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ” আমি ক্লাসে গণিত বিষয়ে পাঠদান করি, আমি ক্লাসে শিক্ষার্থীদের সন্তানের মত দেখাশোনা করি, তাদেরকে সর্বোচ্চ পাঠদান মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমার ১৬ বছর শিক্ষা জীবনে আলহামদুল্লিহ! প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে যা বিদ্যালয়ের ফলাফলে বিশেষ অবদান রাখে। বিদ্যালয়ের সার্বিক বিবেচনা করে অাজকে আমাকে চতুর্থবারের মত আবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(পুরুষ) হিসেবে মনোনীত করেছে।
উল্লেখ যে, মুহাম্মদ শাহ শাওন তাঁর ২০ বছর শিক্ষা জীবনে ২০১৯ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়া ছাড়াও ২০১৩,২০১৫ ও ২০১৭ সালের সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি একই উপজেলাধীন মরিয়ম নগর পূর্ব সৈয়দ বাড়ি গ্রামে মরহুম মুহাম্মদ হোসেন সন্তান।