সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন
পার্বত্য চুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন
রাঙামাটি :: নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ সোমবার ২ ডিসেম্বর রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ র্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গণে পার্বত্য শান্তিচুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি সরকারী কলেজ থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে ইনিষ্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.মাইনুর রহমান, জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, আঞ্চলিক পরিষদের সদস্য হাজ্বী কামাল’সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান বক্তব্য দেন।
রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার এই পার্বত্য শান্তি চুক্তি করেছে এ সরকারই তার অধিকাংশই বাস্তবায়ন করেছে। সরকার ভূমি কমিশন আইন পাশ করেছে। শান্তিচুক্তি বাকি অংশগুলোও দ্রুত বাস্তবায়ন হবে। তবে এর জন্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এ ছাড়া বিকালে রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে দেশের স্বনামধন্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালীতে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি পালন
কাউখালী :: পার্বত্য চুক্তির ২২ তম বর্ষপূর্তি উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে,কাউখালী সেনা সাব-জোনের সহায়তায় এক সম্প্রীতির র্যালী, আলোচনা সভা আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ,কাউখালী সেনা সাব-জোনের সেনা কর্মকর্তা ,সেনা সদস্য ও কাউখালীর সর্বস্তরের জন সাধারনের অংশ গ্রহনে এক সম্প্রীতির র্যালী উপজেলার গুরুত্ব পুর্ন সড়ক প্রদিক্ষন করেন। পরে উপজেলা মিলনায়তনে র্যালীত্তর এক আলোচনা সভা আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, উপজেলা ভাই্স-চেয়ারম্যান অং প্রু মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান থুই মং মারমা।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, বিআরডিবি কর্মকর্তা প্রিয়তোষ কান্তি নাথ, যবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,ইউএনও অফিসের নাজির মোঃ মামুন হাছান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ সহ সর্বস্তরের জনসাধারন বৃন্দ।
আলোচনা সভা শেষে বিকাল বেলা উপজেলা পরিষদ মাঠে শান্তি চুক্তির বর্ষফুর্তি উপলক্ষে উপজেলার ৪ ইউনিয়নের মধে এক সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন বেতবুনিয়া,ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ বনাম ঘাগড়া,কলমপতি ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ী ও অংশ গ্রহনকারীদের মাঝে পুরুস্কার প্রদান করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী।