মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
ঝালকাঠিতে আ’লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ সালেকের বিরুদ্ধে একটি ব্যাবসায়িক দোকান ও ঠিকাদারি অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মো. জালাল হোসেন ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, মো. জালাল হোসেন পৈত্রিকসূত্রে শহরের কাপুড়িয়াপট্টি সড়কে এক শতাংশ সম্পত্তির মালিক। তিনি ওই জমিতে একটি কাপড়ের দোকান এবং তার ঠিকাদারি অফিস রয়েছে। গত ২ ডিসেম্বর ভোররাত ৪ টার দিকে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. সালাহউদ্দিন আহম্মেদ সালেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোকান ও অফিস দখল করে নেয়। সন্ত্রাসীরা তাঁর দোকানের মালামালও লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি। জীবনের নিরাপত্তার অভাবে কোন প্রকার প্রতিরোধ করতে পারেননি বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে দোকান ও অফিস উদ্ধারের দাবি জানিয়েছেন জালাল হোসেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর হস্তক্ষে কামনা করেছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহম্মেদ সালেক জানান, এ জমির ক্রয়সূত্রে মালিক তিনি। বৈধ মালিকানা না থাকায় জালাল নিজেই জমি ছেড়ে চলে গেছেন। আমরা অন্য কারো জমি দখল করিনি।
অপরদিকে প্রত্যাক্ষদর্শীরা বলেন, ঘটনারদিন রাত্রে স্থানিয় কতিপয় লোক উক্ত দোকান ও অফিস দখলের ভিডিও করেছে এবং গতকাল উক্তঘটনায় সংবাদ পরিবেশন করায় মুভি বংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধিকে ফোনে জীবননাশের হুমকি দিয়েছেন সালাউদ্দিনের ভাগিনা বিএনপির ওয়ার্ড সভাপতি মো.মামুন ।