বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » পার্বতীপুরে সার ও বীজ বিতরণ
পার্বতীপুরে সার ও বীজ বিতরণ
পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে রবি ও খরিপ-১ মৌসুমে বিনামূল্যে সরিষা,গম ভূট্টা, মুগডাল ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এসব উপাদান কৃষকের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
আজ ৪ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে ১৩৬০জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে ২কেজি হাইব্রিড ভুট্টা বীজ, ডিএপি ২০ কেজি ও পটাশ ১০ কেজি করে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুর রহমান, মাহিদুল ইসলাম প্রমুখ।