বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্লাস্টের উপকারভোগীদের নিয়ে পর্যালোচনা সভা
রাঙামাটিতে ব্লাস্টের উপকারভোগীদের নিয়ে পর্যালোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি :: ব্লাস্ট রাঙামাটি ইউনিটের স্টাফ লইয়ার অ্যাডভোকেট মিলন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙামাটি ইউনিটের উদ্যোগে আজ ৪ ডিসেম্বর বুধবার বিকালে ব্লাস্ট রাঙামাটি ইউনিট অফিস কক্ষে ব্লাস্টের উপকারভোগীদের নিয়ে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান।
সভার মুক্ত আলোচনায় উপস্থিত সুবিধাভোগী ব্যক্তিগন রাঙামাটি ইউনিটের মাধ্যমে সালিস এবং মামলা পরিচালনা করতে গিয়ে তারা কি কি ধরণের সুবিধা-অসুবিধার সম্মুখীন হন সে বিষয়ে কথা বলেন। ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান উপস্থিত সুবিধাভোগীদেরকে তাদের পরিচিত কোন অসহায় ব্যক্তি অর্থের অভাবে ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হলে সে সকল ব্যক্তিদের রাঙামাটি অফিসে প্রেরণ করার পরামর্শ দেন। উপস্থিত সুবিধাভোগী ব্যক্তিগন আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে কোন সমস্যার মুখোমুখি হলে ইউনিটকে জানাতে বলেন এবং উদ্ভুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। সালিস এবং মামলা পরিচালনার কাজে ধার্য তারিখে আসা সুবিধাভোগী ব্যক্তিগনকে অফিস থেকে যাতায়াত বাবদ ভাড়ার টাকা নিয়ে যাওয়ার অনুরোধ করেন। যেহেতু আমাদের সমাজের এখনো অনেক নারী সরল বিশ্বাসে অনেক পুরুষের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন সেহেতু আমাদের নারীদের বিবাহ বন্ধনের পূর্বে হবু স্বামীর যথাযথ পরিচয় নিয়ে সতর্কতা অবল¤বনের এবং সচেতনতার সহিত যাচাই সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরামর্শ প্রদান করেন। উপস্থিত সুবিধাভোগী ব্যক্তিগণের মধ্যে অনেকে ইউনিটের মাধ্যমে সালিস এবং মামলা পরিচালনার পর পূর্বের অবস্থা থেকে এখন অনেক ভালো আছেন বলে জানান।
অ্যাডভোকেট জুয়েল দেওয়ান ব্লাস্টের মাধ্যমে বিনামূল্যে আইনী সহায়তা প্রার্থী নারী পুরুষদের ব্লাস্টের প্যানেল ল’ইয়ার, আদালত ও ইউনিট অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং যারা ব্লাস্ট দ্বারা বিনামূল্যে আইনী সহায়তা ইতিপূর্বে পেয়েছেন তারা যেন ব্লাস্টের তথ্য দিয়ে আইনী সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেন সেই বিষয়ে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য অনুরোধ জানান।