বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধার বাড়ি
রাউজানে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধার বাড়ি
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে গভীর রাতে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বাড়িতে ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার মোহাম্মদপুর গ্রামের কমান্ডার আবু জাফর চৌধুরীর বাড়িতে ও তার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন দুস্কৃতকারীরা। সুত্রে, এই ঘটনায় তার ঘরের ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকানের ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের নানা মালামাল ও নগদ টাকা-পয়সাসহ কিছু গুরুত্বর্পুণ কাগজ পত্র ক্ষতিগ্রস্ত হয়। এবিষয়ে আবদুল হামিদ নামে একজন বলেন, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজন শহরে নিয়ে জান, রাতে প্রতিবেশী আবদুল হামিদ ঘুমান মুক্তিযোদ্ধার বাড়িতে। রাতে তিনি ঘুমের মধ্যে গরমের তাপ লাগায় তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাড়িতে আগুন। এসময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন। পরে খবর দেওয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে তারা এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন। এবিষয়ে ফায়ার সার্ভিসের আশরাফুল আশরাফ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছার পূর্বে এলাকার লোকজন আগুন নিযন্ত্রণে নিয়ে আসেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রাউজান থানার ওসি তদন্ত মীর হোসেনসহ একদল পুলিশ। এদিকে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনের নামে রাউজান থানায় মামলা দায় করেন বলে জানান রাউজান থানার অফিসার এস,আই নূরী নবী।
রাতের অন্ধকারে কাটা হলো গাছ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ করেছে থানায় একজন প্রাক্তন অধ্যক্ষ। সুত্রে, গত সোমবার দিবাগত রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সাবেক কলেজের অধ্যক্ষ এস,এম নুরুচ্ছাফার রোপন করা বেশকিছু গাছ কেটে নেন ঐ এলাকার মো: ইউসুফসহ আরোও কয়েকজন। এ ব্যাপারে ঐ সাবেক অধ্যক্ষ গত মঙ্গলবার ইউছুপ প্রকাশে বৈদ্য, মো: আজম ও ফোরকান নামের এই তিন জনের বিরুদ্ধে রাউজান থানায় একটি অভিযোগ করেন। একাদিক সুত্রে জানা যায়, অধ্যক্ষ ও বৈদ্য সাথে জমি নিয়ে আদালতে মামলা চলছে।